Sobujbangla.com | সিদ্ধান্ত পাল্টাল পিসিবি,
News Head
 আবারও সহযোগিতা করল যুক্তরাষ্ট্র, রোহিঙ্গাদের জন্য ২ হাজার কোটি টাকার অজিত সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। আওয়ামী লীগের, সাবেক এমপি আউয়াল গ্রেপ্তার। পুলিশের ওপেন হাউজডে-মতবিনিময় সভা দোয়ারাবাজারে । সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামি ওসি মঈনকে ছেড়ে দেয়ায় সিলেট ক্ষোভ। ৮ দফা দাবিতে সিলেটে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান। গ্রেফতার ২ ধর্ষণ স্কুলছাত্রী অভিযোগে কমলগঞ্জে। উনিশ উপজেলার নির্বাচন স্থগিত। ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত সাড়ে ৩৭ লাখ মানুষ, বিধ্বস্ত ৩৫ হাজার ঘরবাড়ি’। এগারো উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা শপথ নিলেন। সিলেটে ওসমানী বিমানবন্দরে আটকা পড়েছে ৬টি ফ্লাইট।

সিদ্ধান্ত পাল্টাল পিসিবি,

  |  ২১:৩৪, জানুয়ারি ০৪, ২০২০

বাংলাদেশ দলের পাকিস্তান সফরের পূর্ণাঙ্গ সূচি এখনো নির্ধারিত হয়নি। তবে বিপিএল শেষ করেই পাকিস্তান সফরে যাচ্ছে টাইগার বাহিনী- এটুকু নিশ্চিত। বাংলাদেশ পাকিস্তান সফরে গিয়ে টেস্ট সিরিজ খেলতে অনীহা প্রকাশ করলেও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তামিম-মুশফিকদের টেস্ট খেলিয়েই ছাড়বে। তাইতো পূর্ব সূচি অনুযায়ী প্রথমে টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের বদলে টেস্ট আয়োজন করতে চাচ্ছে পিসিবির হর্তাকর্তারা।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সফরের যে পরিকল্পনা পাঠিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি), সে অনুযায়ী প্রথমে টি-টোয়েন্টি সিরিজ মাঠে গড়ানোর কথা। তবে পাকিস্তান এবার ভোল পাল্টেছে। তাদের দাবি, বাংলাদেশ পাকিস্তান সফরে গেলে প্রথমে টেস্ট সিরিজই আয়োজিত হোক।
তবে বাংলাদেশ টেস্ট সিরিজ খেলতে নারাজ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য পাকিস্তানে অবস্থান করতে হবে এক সপ্তাহের মতো। দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে সময়টা দ্বিগুণ হবে। যত কড়া নিরাপত্তা ব্যবস্থাই হোক, কোচ-খেলোয়াড়দের মানসিক দিক বিবেচনায় বিসিবি এত দীর্ঘ সময়ের জন্য পাকিস্তানে অবস্থান করতে চাইছে না।
পিসিবি চাইছে, বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজ না খেললেও অন্তত টেস্ট সিরিজ খেলুক তাদের মাটিতে। আর তাই প্রথমে টেস্ট সিরিজই আয়োজনের ভাবনা পিসিবির।
পিসিবির এমন ভাবনার কারণ টেস্ট ক্রিকেটের ঘাঁট হিসেবে পাকিস্তানকে শক্তপোক্ত করা। সীমিত ওভারের ক্রিকেট পাকিস্তানে পুরো দমেই ফিরেছে। তবে টেস্ট ফিরল কেবলই। দীর্ঘ দশ বছর পর ডিসেম্বরে শ্রীলঙ্কাকে দুই টেস্টে আতিথেয়তা দিয়ে পাকিস্তান নিজেদের মাটিতে পুনরায় টেস্ট আয়োজন শুরু করল।
বাংলাদেশ পাকিস্তানে টেস্ট না খেললে টেস্ট আয়োজনের ধারাবাহিকতা ভঙ্গ হতে পারে। তাতে ভবিষ্যতেও কোনো দল টেস্ট খেলতে অনীহা প্রকাশ করতে পারে। আর এ কারণে পিসিবি চাইছে প্রথমে টেস্ট সিরিজ আয়োজন করতে।

এ বিভাগের অন্যান্য সংবাদ