Sobujbangla.com | অল্প বৃষ্টিতেই তলিয়ে যায় ছাতক উপজেলা পরিষদ প্রাঙ্গন
News Head
 আবারও সহযোগিতা করল যুক্তরাষ্ট্র, রোহিঙ্গাদের জন্য ২ হাজার কোটি টাকার অজিত সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। আওয়ামী লীগের, সাবেক এমপি আউয়াল গ্রেপ্তার। পুলিশের ওপেন হাউজডে-মতবিনিময় সভা দোয়ারাবাজারে । সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামি ওসি মঈনকে ছেড়ে দেয়ায় সিলেট ক্ষোভ। ৮ দফা দাবিতে সিলেটে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান। গ্রেফতার ২ ধর্ষণ স্কুলছাত্রী অভিযোগে কমলগঞ্জে। উনিশ উপজেলার নির্বাচন স্থগিত। ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত সাড়ে ৩৭ লাখ মানুষ, বিধ্বস্ত ৩৫ হাজার ঘরবাড়ি’। এগারো উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা শপথ নিলেন। সিলেটে ওসমানী বিমানবন্দরে আটকা পড়েছে ৬টি ফ্লাইট।

অল্প বৃষ্টিতেই তলিয়ে যায় ছাতক উপজেলা পরিষদ প্রাঙ্গন

  |  ১৯:৩৬, এপ্রিল ২৮, ২০১৯

সুনামগঞ্জের শিল্পের শহর ছাতক উপজেলা পরিষদের বেহাল অবস্থা। সামান্য বৃষ্টি হলেই উপজেলা পরিষদ প্রাঙ্গণ পানিতে তলিয়ে যায়। পুরো উপজেলা পরিষদ এলাকা মিনি পুকুরে রুপ নেয়। শুধু তাই নয়, উপজেলা পরিষদের নেই সুপেয় পানির ব্যবস্থা। পরিষদের ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যানের রুমের অবস্থাও শোচনীয়।
রোববার অফিসে কর্মরত অবস্থায় বৃষ্টি এলে এসব অসঙ্গতি ধরা পরে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমানের নজরে। এসময় তিনি দায়িত্বে থাকা কর্মকর্তা, কর্মচারীদের ডেকে শীগ্রই এসব সংস্কারে জন্য নির্দেশ দেন।
এসময় উপজেলা নির্বাহী অফিসার আবেদা আফসারীকে সাথে নিয়ে তিনি উপজেলা পরিষদের বিভিন্ন সমস্যাগুলো পর্যবেক্ষণ করে দ্রুত এসব সমাধান করার জন্য ব্যবস্থা গ্রহণ করার জন্য বলেন।
এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান বলেন, বিগত দিনে যারা দায়িত্ব পালন করে গেছেন তারা শুধু নিজেদের আখের গোছাতেই ব্যস্ত ছিলেন। যার ফলে এ গ্রেডের একটি উপজেলা পরিষদের এই অবস্থা। সবার আন্তরিক সহযোগিতা থাকলে এসব সংকট খুব তাড়াতাড়ি কাটিয়ে উঠবো।

এ বিভাগের অন্যান্য সংবাদ