Sobujbangla.com | ইভিএমের বিশ্বাসযোগ্যতা নিয়ে জনমনে অনেক সন্দেহ রয়েছে
News Head

ইভিএমের বিশ্বাসযোগ্যতা নিয়ে জনমনে অনেক সন্দেহ রয়েছে

  |  ১৭:০৯, সেপ্টেম্বর ০১, ২০১৮

জাতীয় পার্টি চেয়ারম্যান- হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ইভিএমের ব্যাপারে বিশ্বাসযোগ্যতা নিয়ে– জনমনে অনেক সন্দেহ রয়েছে। তাই এখনই এই যন্ত্র ভোটারদের উপর চাপিয়ে দেয়া উচিত হবে না। এরজন্য আরো পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন বলে মনে করেন তিনি।

দুপুরে রাজধানীর বনানীতে নিজ কার্যালয়ে, কুঁড়িগ্রামের আওয়ামী লীগ দলীয় সাবেক উপজেলা চেয়ারম্যান- পনির উদ্দিন আহমদের জাতীয় পার্টিতে যোগদান উপলক্ষে অনুষ্ঠানে, এরশাদ এসব কথা বলেন। তিনি বলেন- জাতীয় পার্টি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়। সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাবেক এই রাষ্ট্রপতি বলেন, ইভিএম নিয়ে আগামী ৫ সেপ্টেম্বর দলীয় ফোরামে সিদ্ধান্ত হবে। তাঁর দাবি, জাতীয় পার্টি আগামী নির্বাচনে সম্ভাবনাময় দল। তাই প্রতিদিন অনেকেই জাতীয় পার্টিতে যোগ দিতে চাচ্ছেন। সুষ্ঠু নির্বাচন হলে– জাতীয় পার্টি ক্ষমতায় যেতে পারবে বলেও মনে করেন, হুসেইন মুহম্মদ এরশাদ।

এ বিভাগের অন্যান্য সংবাদ