Sobujbangla.com | নির্বাচন প্রশ্নবিদ্ধ হয় এমন কাজ করবে না কমিশন
News Head

নির্বাচন প্রশ্নবিদ্ধ হয় এমন কাজ করবে না কমিশন

  |  ১৫:২২, নভেম্বর ১৬, ২০১৮

নির্বাচন শত ভাগ সুষ্ঠু হবে, এমনটা আশা করা যায় না। তবে জাতিকে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে হবে। সহকারী রিটার্নিং কর্মকর্তাদের উদ্দেশে এ কথা বলেছেন, নির্বাচন কমিশনার কবিতা খানম। সেইসাথে, নির্বাচন প্রশ্নবিদ্ধ হয় এমন কোনো কাজ ইসি করবে না বলেও প্রতিশ্রুতিও দেন তিনি। আর কমিশন সচিব বলেছেন, নির্বাচনে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে।
রংপুর, রাজশাহী ও খুলনা; এই তিন বিভাগের ২০৪জন সহকারী রিটার্নিং কর্মকর্তা জড়ো হন নির্বাচন কমিশনের প্রধান কার্যালয়ে। উদ্দেশ্য, আসছে জাতীয় নির্বাচন বিষয়ে মাঠ পর্যায়ের দিকনির্দেশনা গ্রহণ।
শুরুতে কমিশন সচিব বলেন, আগের নির্বাচনের পরিবেশের সাথে এবারের পার্থক্য আছে। সুতরাং কমিশনের দায়িত্বও বেশি।
দিনব্যাপী এই আয়োজনের প্রধান অতিথি নির্বাচন কমিশনার কবিতা খানম। তিনি বলেন, নির্বাচনে সব দল অংশ নিচ্ছে বলে এখানে উৎসব যেমন আছে, তেমনি অসহিষ্ণুভাবও আছে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে।
কর্মকর্তাদের উদ্দেশে এই কমিশনার বলেন, নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়, এমন কোনো কাজ করবে না ইসি।
শুক্রবার দুপুরে কমিশন কার্যালয়ে আসে বিএনপির একটি প্রতিনিধি দল। তফসিল ঘোষণার পর সারাদেশে বিএনপির কতোজন নেতাকর্মী গ্রেপ্তার ও মামলা হয়েছে সে বিষয়ে একটি চিঠি কমিশনে দিয়ে যান তারা।

এ বিভাগের অন্যান্য সংবাদ