Sobujbangla.com | রোগীদের সাথে চিকিৎসকদের ভালো ব্যবহারের পরামর্শ প্রধানমন্ত্রীর
News Head

রোগীদের সাথে চিকিৎসকদের ভালো ব্যবহারের পরামর্শ প্রধানমন্ত্রীর

  |  ২৩:০১, অক্টোবর ০৭, ২০১৮

তৃণমূল পর্যায়ে মানসম্মত চিকিৎসা সেবা পৌঁছে দিতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের চিকিৎসক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, জনগণের দোরগোরায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার বদ্ধ পরিকর। এক্ষেত্রে রোগীর সাথে আন্তরিক হতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা।
গণভবনে চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন-বিএমএ এর সম্মেলন। এ আয়োজনে শামিল দেশের নানা প্রান্ত থেকে আসা ডাক্তাররা।

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে নিজেদের অধিকার সম্বলিত ১৬ দফা তুলে ধরেন চিকিৎসক নেতারা। পরে সরকার প্রধানও আশ্বাস দেন, ফের ক্ষমতায় এলে সেসব পূরণের।

শেখ হাসিনা বলেন, স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বদ্ধপরিকর সরকার। ডাক্তারদের আহ্বান জানান, তৃণমূলের রোগীদের সেবা নিশ্চিতে বিশেষ দৃষ্টি দেয়ার।

আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশের চিকিৎসা শিক্ষা ও সেবা যেনো এগিয়ে যায়, সেই তাগিদ দেন প্রধানমন্ত্রী। গুরুত্ব দেন, বেসরকারি মেডিকেল ও হাসপাতালগুলোর সেবার মান বাড়ানোর ওপরও।

চিকিৎসক ও রোগীর সম্পর্ক যাতে আন্তরিক হয়, সেব্যাপারেও তাগিদ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ বিভাগের অন্যান্য সংবাদ