Sobujbangla.com | খালেদা জিয়ার যে চিকিৎসা চলছিল, আপাতত তাই চলবে
News Head

খালেদা জিয়ার যে চিকিৎসা চলছিল, আপাতত তাই চলবে

  |  ২২:৫৮, অক্টোবর ০৭, ২০১৮

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা আগে যা চলছিলো আপাতত তাই চলবে। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসার ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেবে পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড। বোর্ডের সভাশেষে এসব জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক। এদিকে হাইকোর্টের সিদ্ধান্ত অনুযায়ী খালেদা জিয়ার চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছে বিএনপির আইনজীবীরা।
সকাল এগারোটার কিছু পরে দুই দফা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকে যান খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের ৫ সদস্য ও হাসপাতালের পরিচালক।
দুপুরে মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক সভা শেষে হাসপাতাল পরিচালক জানান, বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী খালেদা জিয়ার চিকিৎসা আগে যা চলছিলো আপাতত তাইই চলবে।
মেডিকেল বোর্ডের সদস্যদের মধ্যে দুজন স্বাচিপের সদস্য রয়েছেন বলে বিএনপির যে অভিযোগ, তারও জবাব দেন তিনি।
এর আগে হাসপাতালের পরিচালকের সাথে দেখা করেন ব্যারিস্টার মওদুদ আহমদের নেতৃত্বে খালেদা জিয়ার ৪ আইনজীবী। হাইকোর্টের নির্দেশনা মেনে চিকিৎসা নিশ্চিত করতে পরিচালককে অনুরোধ জানান তারা।
এদিকে শনিবার খালেদা জিয়ার ভর্তির পর থেকে বাড়ানো হয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের নিরাপত্তা। কেবিল ব্লকে জনসাধারণে প্রবেশে কিছু কড়াকড়ি আরোপ করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ