Sobujbangla.com | সিনহার ব্যাংক একাউন্টে লেনদেনে জালিয়াতি : দুদক
News Head

সিনহার ব্যাংক একাউন্টে লেনদেনে জালিয়াতি : দুদক

  |  ১৪:৫৮, অক্টোবর ০৪, ২০১৮

সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার ব্যাংক একাউন্টে চার কোটি টাকা স্থানান্তরে অনিয়ম ও জালিয়াতির প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক। বিকেলে দুদকের কেন্দ্রীয় কার্যালয়ে কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ সাংবাদিকদের জানান, ফারমার্স ব্যাংকের চার কোটি টাকা ঋণ প্রদানের প্রক্রিয়া ও এস কে সিনহার একাউন্টে তা পাঠানোর ক্ষেত্রে জালিয়াতির আশ্রয় নেয়া হয়েছে। এ ব্যাপারে তদন্ত শেষ পর্যায়ে রয়েছে জানিয়ে তিনি বলেন, শিগগিরি সকলের নাম প্রকাশ করা হবে। তদন্তকারী কর্মকর্তা অনুসন্ধানের প্রয়োজনে বিদেশে গিয়েও এস কে সিনহাকে জিজ্ঞাসাবাদ করতে পারবেন বলেও জানান দুদক চেয়ারম্যান।

দুদক চেয়ারম্যান বলেন, ফারমার্স ব্যাংকের দুইটি একাউন্ট থেকে চার কোটি টাকা ঋণের ব্যাপারে তদন্ত করা হয়েছে। এতে অনেকের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এই ঋণ প্রক্রিয়ায় জালিয়াতির আশ্রয় নেওয়া হয়েছে। যা বিচার বিশ্লেষণ করছে দুদক। এক্ষেত্রে যাদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে বা যাবে, তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেয়া হবে বলে জানান দুদক চেয়ারম্যান।

এ বিভাগের অন্যান্য সংবাদ