Sobujbangla.com | সু চির সম্মানসূচক নাগরিকত্ব বাতিল করলো কানাডা
News Head

সু চির সম্মানসূচক নাগরিকত্ব বাতিল করলো কানাডা

  |  ১৭:৩৭, অক্টোবর ০৩, ২০১৮

রোহিঙ্গাদের উপর নির্যাতনে সহযোগিতার অভিযোগে মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সুচির সম্মানসূচক নাগরিকত্ব প্রত্যাহার করেছে কানাডা।

মঙ্গলবার, আনুষ্ঠানিকভাবে সুচির নাগরিকত্ব প্রত্যাহার করা হয়। এর পক্ষে ভোট দেয় কানাডার পার্লামেন্টের উচ্চ কক্ষ। এর আগে গত সপ্তাহে ভোট হয় নিম্নকক্ষে। সেইসাথে, রোহিঙ্গাদের উপর নির্যাতনকে গণহত্যারও স্বীকৃতি দেয়া হয়েছে।

এদিকে ভারত সফরে থাকা জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশের পাশে দাঁড়ানো উচিত ভারতের। দিল্লিতে অনুষ্ঠিত, গ্লোবাল চ্যালেঞ্জেজ, গ্লোবাল সলিউশন শীর্ষক সম্মেলনে তিনি বলেন, রোহিঙ্গা সম্প্রদায়ের বিরুদ্ধে হিংসাত্মক ঘটনায় যুক্ত প্রত্যেকটি ব্যক্তির কঠোর শাস্তি হওয়া উচিত।

এ বিভাগের অন্যান্য সংবাদ