Sobujbangla.com | শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধের জ্ঞান অর্জন করতে হবে- শিক্ষামন্ত্রী
News Head

শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধের জ্ঞান অর্জন করতে হবে- শিক্ষামন্ত্রী

  |  ২০:৩০, সেপ্টেম্বর ২৪, ২০১৮

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধের জ্ঞান অর্জন করতে হবে। আদর্শ নাগরিক হতে মাদ্রাসা শিক্ষার ভূমিকা অপরিসীম। সরকার মাদ্রাসা শিক্ষার প্রতি খুবই আন্তরিক। মাদ্রাসার শিক্ষার্থীরা আজ কোন দিকে পিছিয়ে নেই। বিশ্বের সাথে তাল মিলিয়ে চলছে। তারা মাদ্রাসায় পড়া লেখা করে দেশ বিদেশের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরি করছে। মাদ্রাসা শিক্ষার্থীরা মাদ্রাসায় পড়া লেখা করে দেশের ভাবমূর্তি উজ্জাল করছে।
সোমবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় গোলাপগঞ্জের বাদেপাশা ইউনিয়নের বাগলা আরাবিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার ৪ তলা একাডেমীক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
তিনি আরো বলেন- শিক্ষার্থীরা মাদ্রাসা থেকে শিক্ষা নিয়ে সৎ অফিসার সৃষ্টি হবে। এছাড়া নতুন প্রজন্মকে নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে। মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে ও সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহ- সম্পাদক মিজানুর রহমান মিজানের পরিচালনায় বক্তব্য প্রধান অতিথির বক্তব্য শিক্কা মন্এী নুরুল ইসলাম নাহিদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি বিশ্ব বিদ্যালয়ের রেজিস্টার বদরুল ইসলাম সুয়েব, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, জেলা আওয়ামী লীগের সদস্য সৈয়দ মিসবাহ উদ্দিন, বাদেপাশা ইউনিয়ন গোলাপগলঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান, গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্য একেএম ফজলুল হক শিবলি, আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদির, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মস্তাক আহমদ, এছাড়া বক্তব্য রাখেন ইউপি সদস্য ললাই মিয়া, মাদ্রাসা সুপার মাওলানা কামাল আহমদ, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি শৈলেস দাস, ম্যানেজিং কমিটির সদস্য আলি হোসেন।
এ ছাড়াও উপস্থিত ছিলেন বাদেপাশা ইউনিয়ন আওয়ামীলীগ,যুবলীগ,সেচ্ছাসেবকলীগ, ছাএলীগ নেতৃবন্দ। এর আগে উপজেলার বিভিন্ন এলাকায় উন্নয়ন কাজের উদ্বোধন করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ