Sobujbangla.com | অনুমোদন পেল ১০০ বছর মেয়াদী ডেল্টা প্ল্যান
News Head

অনুমোদন পেল ১০০ বছর মেয়াদী ডেল্টা প্ল্যান

  |  ২০:০৬, সেপ্টেম্বর ০৪, ২০১৮

একশো বছরের বাংলাদেশ ব-দ্বীপ পরিকল্পনা বা ডেল্টা প্ল্যান অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক বৈঠকে এ অনুমোদন দেয়া হয় । নদী ও পানিকে কেন্দ্র করে নতুন স্বল্প ও দীর্ঘমেয়াদী এসব পরিকল্পনায় ৮০টি প্রকল্প নেয়া হয়েছে। যার প্রথম ধাপে ২০৩০ সাল পর্যন্ত বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ৩ হাজার সাতশো কোটি ডলার।

বৈঠকে শেষে ব্রিফিংয়ে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানান, ব-দ্বীপ পরিকল্পনা বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের কমিটি থাকবে। সামগ্রিক গুরুত্ব বিবেচনায় দেশকে ছয়টি স্পটে ভাগ করে এসব প্রকল্প নেয়া হয়। জানান, প্রধানমন্ত্রীর টোকেন ফান্ড দিয়েই ডেল্টা প্ল্যানের যাত্রা শুরু হবে।

এ প্রকল্পে ব্যয়ের চেয়ে অর্জন বেশি হবে বলে সংবাদ ব্রিফিংয়ে দাবি করেন পরিকল্পনামন্ত্রী। নেদারল্যান্ডসের কারিগরি সহযোগিতায় দেশের ইতিহাসে সবচেয়ে বড় এ মহাপরিকল্পনা জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সক্ষমতা অর্জনে সহায়ক হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ