Sobujbangla.com | রাজধানীতে কোনও লেগুনা চলবে না: ডিএমপি কমিশনার
News Head

রাজধানীতে কোনও লেগুনা চলবে না: ডিএমপি কমিশনার

  |  ১৪:১৯, সেপ্টেম্বর ০৪, ২০১৮

আইন অমান্য করার কারণেই সড়কে বিশৃঙ্খলা বাড়ছে বলে মন্তব্য করেছেন ঢাকা মেট্টোপলিটন পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া। মঙ্গলবার সকালে রাজধানীর মিন্টোরোডে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। সড়কে শৃঙ্খলা ফেরানো ও যানজট নিরসনে সেপ্টেম্বর মাসব্যাপি বিশেষ ট্রাফিক সচেতনতা কর্মসূচী ঘোষণা করেন আছাদুজ্জামান মিয়া।

তিনি বলেন, লাইসেন্স ছাড়া চালক ও ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এছাড়া নির্দিষ্ট স্থান ছাড়া গাড়ি পার্কিং, যাত্রী উঠানো এবং বেপরোয়া গাড়ি চালকদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেন তিনি।

রাজধানীতে ১২১টি স্থান নির্দিষ্ট করে গাড়িতে যাত্রি উঠানোর ব্যবস্থা করা হয়েছে। এছাড়া মটরসাইকেলে দুইজনের অতিরিক্ত বহন বা হেলমেট ছাড়া চালকের বিরুদ্ধেও আইন প্রয়োগ করার কথা জানান কমিশনার। রাজধানীতে লেগুনা চলতে দেয়া হবে না বলেও জানান আছাদুজ্জামান মিয়া।

এ বিভাগের অন্যান্য সংবাদ