Sobujbangla.com | সাপকে বিশ্বাস করা যায়, বিএনপিকে নয়: নানক
News Head
 বলের চমক আফগানদের বড় ব্যবধানে হারিয়ে এশিয়া কাপে বাংলাদেশের দারুণ শুরু,। সিলেটে বিক্ষোভ ইসকন নিষিদ্ধের দাবিতে। ধর্ম বর্ন নির্বিশেষে এই দেশ সকলের। যেকোনো মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবো,। বাংলা দেশের আগামীর প্রধানমন্ত্রী গন অধিকার পরিষদ থেকেই হবে। আবারও সহযোগিতা করল যুক্তরাষ্ট্র, রোহিঙ্গাদের জন্য ২ হাজার কোটি টাকার অজিত সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। আওয়ামী লীগের, সাবেক এমপি আউয়াল গ্রেপ্তার। পুলিশের ওপেন হাউজডে-মতবিনিময় সভা দোয়ারাবাজারে । সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামি ওসি মঈনকে ছেড়ে দেয়ায় সিলেট ক্ষোভ। ৮ দফা দাবিতে সিলেটে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান। গ্রেফতার ২ ধর্ষণ স্কুলছাত্রী অভিযোগে কমলগঞ্জে।

সাপকে বিশ্বাস করা যায়, বিএনপিকে নয়: নানক

  |  ১৮:৩৭, জানুয়ারি ০৩, ২০২২

বিএনপিকে কখনই বিশ্বাস করা যায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের স্বতন্ত্র মেয়র প্রার্থী এ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারকে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টার পদ থেকে প্রত্যাহার করার বিষয়ে তিনি এই মন্তব্য করেন। সোমবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করেন নানক। পরে সাংবাদিকদের বিফ্রিংকালে বিএনপির নানা কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি বলেন, সাপকে বিশ্বাস করা যায়। কিন্তু বিএনপিকে নয়। নির্বাচন প্রসঙ্গে নানক বলেন, নারায়ণগঞ্জে আওয়ামী লীগ নেতাকর্মীরা ঐক্যবদ্ধ আছে। দলীয় ভেদাভেদ ভুলে সবাই দলের মনোনীত প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীর পক্ষেই কাজ করছেন। সম্প্রতি এক যুবলীগ নেতাকে ফোন করে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট খোকন সাহার টাকা চাওয়ার অডিও রেকর্ড ভাইরাল হয়। এই প্রসঙ্গে তিনি জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বৈঠকে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক মির্জা  আজম, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই এবং মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনসহ স্থানীয় নেতারা।

এ বিভাগের অন্যান্য সংবাদ