Sobujbangla.com | ২০২২ সালকে প্রথম বরণ করল নিউজিল্যান্ড।
News Head

২০২২ সালকে প্রথম বরণ করল নিউজিল্যান্ড।

  |  ১৬:২৬, ডিসেম্বর ৩১, ২০২১

অকল্যান্ডে আতশবাজি প্রদর্শনীর মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানালো নিউজিল্যান্ড। বিশ্বের প্রথম দেশ হিসেবে ২০২২ সালকে বরণ করল তারা। এরই সঙ্গে নববর্ষ উদযাপন শুরু হলো। ইতোমধ্যে ২০২১ সালকে বিদায় জানাতে প্রস্তুত সারা বিশ্বের কোটি কোটি মানুষ। বছরটি বড্ড বাজে কেটেছে বিশ্ববাসীর। কারণ, করোনা আতঙ্কে দিন অতিবাহিত হয়েছে তাদের। অধিকাংশ সময় থাকতে হয়েছে ঘরবন্দি। কোভিড-১৯ ও লকডাউন প্রাত্যহিক জীবনের সঙ্গে জড়িত ছিল। বিদায়ী বছরের শেষদিকে গোটা বিশ্বে আতঙ্ক ছড়িয়েছে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন। যা অনেক দেশে নতুন বছর বরণে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। বিশ্বের বহু দেশ নববর্ষের অনুষ্ঠান সংকুচিত করেছে। সেই তালিকায় রয়েছে ইউরোপ, আফ্রিকা ও আমেরিকার বেশ কিছু দেশ। কারণ, এই তিন মহাদেশীয় অঞ্চলে দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে ওমিক্রন। যা বিশ্ববাসীর মনে ত্রাস ছড়াচ্ছে। এই অবস্থায় বেশ জাঁকজমকভাবে নতুন বছরকে স্বাগত জানালো নিউজিল্যান্ড। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় দেশটিতে করোনা সংতক্রমণে হার  ‍খুবই কম। মূলত, এই কারণে অকল্যান্ডে আতশবাজি ফাটিয়ে জনসমাবেশে নববর্ষ উদযাপন শুরু হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ