Sobujbangla.com | ভেজাল মদ ঠেকানোর নির্দেশ
News Head

ভেজাল মদ ঠেকানোর নির্দেশ

  |  ১৯:২৩, ডিসেম্বর ২৫, ২০২১

থার্টিফার্স্ট নাইট ঘিরে মদের চাহিদা বাড়লে এ সুযোগে অসাধু ব্যবসায়ীরা ভেজাল মদ বিক্রি করেন। ভেজাল মদ খেয়ে মৃত্যুর মতো ঘটনা ঘটছে। তবে আগে দেশীয় মদের সঙ্গে পানি বা ঘুমের ওষুধের মিশ্রণ অথবা ইথাইল অ্যালকোহলের সঙ্গে পানি বা রং মিশিয়ে বানানো হয়েছে। কিন্তু এখন মদে ভেজাল করতে গিয়ে মিথানল মিশানো হচ্ছে। মিথানল যা পূর্ণাঙ্গ টক্সিক বা বিষ বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান রাসায়নিক কর্মকর্তা দুলাল কৃষ্ণ সাহা। তিনি বলেন, ‘ইথালন হলো রেকটিফাইড স্পিরিট, তবে এটি মিথানলের মতো তেমন প্রাণঘাতী নয়। মিথানল ব্যবহার করা হয় ইন্ডাস্ট্রিয়াল কাজে, এই মিথানল দিয়ে কাঠের আসবাবও রং করা হয়। এটা পুরোপুরি বিষ, আর মানুষ এটা খেয়েই মারা যাচ্ছে। দুলাল কৃষ্ণ আরও বলেন, দেশে প্রাকৃতিক উপায়েই ইথানল তৈরি হচ্ছে, আর শিল্প-কারখানার জন্য আমদানি করা হচ্ছে মিথানল। ইথানল ও মিথানল দুটি রাসায়নিকই বাংলাদেশে সহজলভ্য। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. আজিজুল ইসলাম বলেন, গত বছর ভেজাল মদ সেবনে প্রাণহানির মতো ঘটনা ঘটেছে। এবার যাতে এমনটি না হয়, সেই বিষয়ে আমরা সতর্ক আছি। ইতোমধ্যে সেই লক্ষ্যে নির্দেশনা দেওয়া হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ