Sobujbangla.com | বিনিয়োগের জন্য প্রবাসীদের প্রতি সিলেট চেম্বারের আহ্বান।
News Head

বিনিয়োগের জন্য প্রবাসীদের প্রতি সিলেট চেম্বারের আহ্বান।

  |  ২০:৫৭, নভেম্বর ১৮, ২০২১

সৌদি আরবের বিশিষ্ট বিনিয়োগকারী আহমেদ ফাকি ও সিলেট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধিদলের মধ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের সভাপতি আবু তাহের মো. শোয়েব ও সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. শফিকুর রহমান চৌধুরী। বৃহস্পতিবার বিকেল ৪টায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় আহমেদ ফাকি বলেন, সৌদি আরবের অনেক উদ্যোক্তা ও বিনিয়োগকারী বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী। এক্ষেত্রে তাদেরকে পর্যাপ্ত সুযোগ-সুবিধা ও নিরাপত্তা প্রদান করা হলে সৌদি থেকে অনেক উদ্যোক্তা এখানে বিনিয়োগে আগ্রহী হবেন। এক্ষেত্রে তিনি সিলেট চেম্বারের সহযোগিতা কামনা করেন এবং বিনিয়োগের ক্ষেত্রে বিরাজমান প্রতিবন্ধকতাসমূহ দূর করার দাবি জানান। তিনি সৌদি আরবে বিজনেস ডেলিগেশন নিয়ে যাওয়ারও আহ্বান জানান। সভায় সিলেট চেম্বারের সভাপতি আবু তাহের মো. শোয়েব বলেন, সৌদি আরবে বাংলাদেশের অনেক প্রবাসী বসবাস করেন। প্রবাসীরা বাংলাদেশের জন্য আশীর্বাদ। প্রবাসীদের প্রেরিত রেমিট্যান্সের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ সরকার বিদেশি বিনিয়োগকারীদের জন্য অনেক সুযোগ-সুবিধা রেখেছেন। বিদেশি বিনিয়োগের নিরাপত্তা দিতে বাংলাদেশ পুলিশ নতুন একটি উইংও চালু করেছে। তিনি সিলেটের কৃষিখাতে বিনিয়োগের জন্য বিদেশি বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সিলেটে চাহিদা অনুযায়ী কৃষিপণ্য উৎপাদিত হয় না। দেশের অন্যান্য স্থান থেকে সিলেটে শাক-সবজি, ফলমূল এসে থাকে। কৃষিখাতে বিনিয়োগ করে উদ্যোক্তারা লাভবান হতে পারেন। চেম্বার সভাপতি আরও বলেন, প্রতিবছর সিলেটের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে অনেক গ্র্যাজুয়েট বের হচ্ছে। কিন্তু পর্যাপ্ত চাকরির সুযোগ না থাকায় তাদেরকে কাজে লাগানো যাচ্ছে না। সৌদী বিনিয়োগকারী বাংলাদেশ তথা সিলেটে শিল্পপ্রতিষ্ঠান স্থাপনের মাধ্যমে এসব গ্র্যাজুয়েটদের কাজে লাগাতে পারেন। এছাড়া তিনি সিলেটের কোম্পানীগঞ্জে নির্মিত বঙ্গবন্ধু হাইটেক পার্ক ও সিলেট ইকোনমিক জোনে বিনিয়োগের জন্য বিদেশিদের প্রতি আহ্বান জানান। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাফিজ মাসুম আহমদ, কবির আহমদ ও প্রবাসী বিনিয়োগকারীরা।

এ বিভাগের অন্যান্য সংবাদ