Sobujbangla.com | সিসিকের পানির মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার চান বিশিষ্ট নাগরিকরা।
News Head

সিসিকের পানির মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার চান বিশিষ্ট নাগরিকরা।

  |  ১৯:৩৩, সেপ্টেম্বর ২১, ২০২১

সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক পানির মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছেন সিলেটের প্রগতিশীল রাজনৈতিক দল ও বিশিষ্ট নাগরিকবৃন্দ। নেতৃবৃন্দ বিদ্যমান আর্থসামাজিক প্রেক্ষাপট বিবেচনা করে সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক পানির মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের জোর দাবি জানান। মঙ্গলবার গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, করোনা মহামারিতে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত সাধারণ মানুষ। মানুষ কাজ হারিয়েছে। বেশিরভাগ মানুষের আয় কমে গেছে। সংসার চালাতে মানুষ হিমশিম খাচ্ছে। এই সময়ে সিলেট সিটি কর্পোরেশনের পানির মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত সম্পূর্ণ অযৌক্তিক ও গণবিরোধী। নেতৃবৃন্দ বলেন, সিটি কর্পোরেশন একটি সেবাদানকারী প্রতিষ্ঠান। তাছাড়া সরকারি প্রতিষ্ঠানসমূহে করোনাকালীন ব্যয় সংকোচনের জন্য সরকারের নির্দেশনা রয়েছে। ঠিক এই সময়ে রক্ষণাবেক্ষণের ব্যয় বৃদ্ধি কিংবা বকেয়া বিদ্যুৎ বিলের অজুহাতে পানির মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত অগ্রহণযোগ্য। বিবৃতিদাতারা হলেন- গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সভাপতি ব্যারিস্টার মো. আরশ আলী, সিলেট জেলা সিপিবির সাবেক সভাপতি অ্যাডভোকেট বেদানন্দ ভট্টাচার্য, সিলেট জেলা জাসদ সভাপতি লোকমান আহমদ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আবুল কাশেম, আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এমাদ উল্ল্যাহ শহিদুল ইসলাম, সুজন’র সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, আইডিয়া’র নির্বাহী প্রধান নাজমুল ইসলাম, ঐক্য ন্যাপ জেলা সভাপতি সুবল চন্দ্র পাল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অম্বরীষ দত্ত, সাম্যবাদী দলের জেলা সাধারণ সম্পাদক ধীরেণ সিংহ, সিপিবি জেলা সভাপতি হাবিবুল ইসলাম খোকা, বাসদ (মার্ক্সবাদী) আহ্বায়ক উজ্জ্বল রায়, ওয়ার্কার্স পার্টির সভাপতি সিকান্দর আলী, বাসদ সমন্বয়ক আবু জাফর, ওয়ার্কার্স পার্টি (মার্ক্সবাদী) জেলা সভাপতি সিরাজ আহমদ, গণতন্ত্রী পার্টি সাধারণ সম্পাদক জুনেদুর রহমান চৌধুরী, সাম্যবাদী আন্দোলনের সমন্বয়ক সুশান্ত সিনহা সুমন, জাসদ সাধারণ সম্পাদক কে, এ কিবরিয়া চৌধুরী, সিপিবি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমন, জাসদ মহানগর সাধারণ সম্পাদক গিয়াস আহমদ, ঐক্য ন্যাপ জেলা সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস বাবুল, ওয়ার্কার্স পার্টির জেলা সাধারণ সম্পাদক ইন্দ্রানী সেন শম্পা, বাসদ (মার্ক্সবাদী) জেলা সদস্য অ্যাডভোকেট হুমায়ূন রশীদ শোয়েব, বাসদ জেলা সদস্য প্রণব জ্যোতি পাল, সাম্যবাদী আন্দোলনের জেলা সদস্য অ্যাডভোকেট রণেন সরকার প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ