Sobujbangla.com | ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে এহসান গ্রুপের কোটি কোটি টাকা লোপাট।
News Head

ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে এহসান গ্রুপের কোটি কোটি টাকা লোপাট।

  |  ১৯:৩৮, সেপ্টেম্বর ১০, ২০২১

ছিলেন মসজিদের ইমাম, পরে ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে কোটি কোটি টাকা লোপাট। সহযোগীসহ র‍্যাবের হাতে গ্রেপ্তার হয়েছেন এহসান গ্রুপের এমডি। প্রাথমিকভাবে স্বীকার করেন, ১০ হাজার মানুষের কাছ থেকে প্রায় একশ কোটি টাকার উপরে হাতিয়ে নেন। রাগিব আহসান। পেশায় ছিলেন মসজিদের ইমাম। ২০০৮ সালে গঠন করেন সমবায় সমিতি। ধীরে ধীরে বিছাতে থাকেন প্রতারণার জাল। একপর্যায়ে শুরু করেন এমএলএম ব্যবসা। লাখ টাকায় মিলবে দুই হাজার টাকা সুদ। যা শুরুটাও বিভিন্ন মসজিদের ইমামদের দিয়েই। তার এই ব্যবসা সারা দেশে ছড়িয়ে পড়লে প্রতিষ্ঠা করেন রিয়েল অ্যাস্টেট কোম্পানিসহ মোট ১৭টি প্রতিষ্ঠান। রাতারাতি বনে জান এহসান গ্রুপের এমডি। অথচ গ্রাহকের একটা টাকারও কোন হদিস নেই তারা কাছে। র‍্যাবের হাতে গ্রেপ্তারের পর প্রাথমিক ভাবে স্বীকার করেছেন, ১০ হাজার মানুষের কাছ থেকে প্রায় একশ কোটি টাকার উপরে হাতিয়ে নেন। র‍্যাব জানায়, অর্থ জালিয়াতি করতে মূলত ধর্মীয় লেবাস ব্যবহার করতো রাগিব আহসান। এই কাজে তার পরিবারের সদস্যরাও জড়িত বলে জানায় র‍্যাব। তার বিরুদ্ধে ২০১৯ সাল থেকে গ্রাহকের টাকা না দেওয়া, টাকা চাইলে ভয়-ভীতি দেখানো সহ ১৫টি প্রতারণার মামলা করা হয়। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে আছে শতাধিক অভিযোগ।

এ বিভাগের অন্যান্য সংবাদ