Sobujbangla.com | এখনো জমেনি পশুর হাট।
News Head

এখনো জমেনি পশুর হাট।

  |  ২০:০৬, জুলাই ১৯, ২০২১

আসন্ন ঈদ উল আযহা উপলক্ষে নগরীর স্থায়ী পশুর হাট কাজিরবাজার খুলে দেওয়া হয়েছে গত শুক্রবার। কেউ গরু দেখছেন, কেউ কিনছেন, কেউবা আবার দরদাম করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচাই করছেন।তবে এখন পর্যন্ত পুরোদমে হাট জমে উঠেনি বলে জানান পশু বিক্রেতা ও হাট কর্তৃপক্ষ। হাটের তৃতীয় দিনেও ক্রেতারা গরু কেনার চেয়ে বেশি দেখছেন। তবে হাট কর্তৃপক্ষ মনে করছেন শহরে গরু রাখার জায়গা কম তাই ঈদের আগের দিনই নগরবাসী পশু ক্রয় করতে আসবেন। কাজিরবাজার হাটে এবার দেশী, শাহীয়াল, নেপালিসহ বিভিন্ন খামার থেকে বড় আকারের বেশ কিছু গরু এসেছে। তবে এবার মাঝারী আকারের গরুর বেশি চাহিদা রয়েছে বলে জানান বিক্রেতারা। এদিকে, করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে কাজিরবাজার হাটে নেওয়া হয়েছে বিভিন্ন পদক্ষেপ। বাজারের প্রবেশপথ এবং বহির্গমন পথে রাখা হয়েছে হাত ধোঁয়ার ব্যবস্থা। ক্রেতা বিক্রেতারা মাস্ক পরেছেন কি না সে বিষয়েও খেয়াল রাখছেন হাট কর্তৃপক্ষ। কেউ মাস্ক পরে না আসলে তাকে মাস্ক সরবরাহ করছেন। পাশাপাশি করোনা সচেতনতায় হাটের ভিতর একটু পর পর মাইকিং করছেন। সামাজিক দূরত্ব বজায় রাখতে, মাস্ক পরতে, হাত ধুতে, ছোট বাচ্চাদের হাটে না আনতে বলা হচ্ছে মাইকে। সরজমিনে দেখা যায়, কাজিরবাজার হাটের প্রবেশপথ এবং বহির্গমন পথে হাত ধোয়ার ব্যবস্থা রাখা হয়েছে। হাটে ক্রেতা তুলনামূলক কম ছিলেন তাই সামাজিক দূরত্ব মোটামুটি ভাল ভাবেই মানা হয়েছে। মাস্ক ব্যবহারও অনেক সচেতন ছিলেন ক্রেতা বিক্রেতারা।

এ বিভাগের অন্যান্য সংবাদ