Sobujbangla.com | মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা ২০ হাজার টাকা করা হবে: প্রধানমন্ত্রী।
News Head

মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা ২০ হাজার টাকা করা হবে: প্রধানমন্ত্রী।

  |  ১৯:৩৪, ফেব্রুয়ারি ১৫, ২০২১

মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা ১২ হাজার থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করা হবে। ইলেকট্রনিক উপায়ে মুক্তিযোদ্ধাদের ভাতা দেয়া অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
লাখো শহীদের রক্তের বিনিময়ে আসে কাঙ্ক্ষিত স্বাধীনতা। যুদ্ধবিধ্বস্ত সেই জাতি গঠনে আত্ননিয়োগ করেন বঙ্গবন্ধু। কিন্তু শুরু হয় নতুন ষড়যন্ত্র। দীর্ঘদিন পর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে মুক্তিযোদ্ধতের সম্মান রক্ষায় আত্ননিয়গ করেন।
সোমবার গণভবন থেকে মুক্তিযোদ্ধাদের সরাসরি মোবাইলে ব্যাংকিংএর মাধ্যমে ভাতা কার্যক্রম অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঘোষণা দেন বীরশ্রেষ্ট ছাড়া সব মুক্তিযোদ্ধাদের ভাতা আগামীতে ২০ হাজার করে দেয়া হবে।
এসময় প্রধানমন্ত্রী অভিযোগ করেন, ক্ষমতায় এসে মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করেন জিয়াউর রহমান। ১৯৯৬ সালের ভোটার বিহীন নির্বাচনের কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। বলেন, ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির ভোটারবিহীন নির্বাচন ছিলো এক কলঙ্কজনক অধ্যায়।
দেশের বিত্তশালীদের নিজ এলাকার অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের পাশে দাঁড়ানোর আহবান জানান প্রধানমন্ত্রী।

এ বিভাগের অন্যান্য সংবাদ