Sobujbangla.com | লকেটে থাকা ফোন নম্বর ঘরে ফেরাল প্রতিবন্ধীকে
News Head

লকেটে থাকা ফোন নম্বর ঘরে ফেরাল প্রতিবন্ধীকে

  |  ১৮:৪৭, ডিসেম্বর ২৫, ২০২০

মানসিক প্রতিবন্ধী মাসুদ মাহিন ঢাকার উত্তরখান থানার কুঞ্জদিয়া গ্রামের বাসিন্দা। গত ছয়দিন ধরে নিখোঁজ থাকায় হয়রান পরিবার। অবশেষে মাসুদের সন্ধান মেলে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামে। একা রাস্তায় বসা ছিল মাসুদ। তাকে দেখতে পান সেখানকার স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বজন’ -এর সাধারণ সম্পাদক শাকিল হোসেন। তার গলায় ঝুলানো লকেটে মোবাইল নম্বরে যোগাযোগ করলে পাওয়া যায় মাসুদের মা শাহিনুর বেগমকে। বৃহস্পতিবার কমলগঞ্জে ছুটে আসেন শাহিনুর বেগম। তিনি আসার পর স্বজনের কর্মীরা মাসুদকে তার মায়ের কাছে তুলে দেন। স্বজনের সাধারণ সম্পাদক শাকিল হোসেন জানান, বুধবার দুপুরে শ্রীপুর গ্রামে সবজি বাগানে তিনি কাজ করছিলেন। তখন রাস্তায় প্রতিবন্ধী কিশোর মাসুদ মাহিনকে রাস্তায় বসে থাকতে দেখে কাছে ডেকে নেন। কিন্তু সে ঠিকভাবে সবকিছু বলতে পারছিল না। পরে তার গলায় ঝুলানো লকেটে থাকা ফোন নম্বরে কল করেন। এরপর মাসুদের মায়ের সন্ধান পান। মাসুদ মাহিনের মা শাহিনুর বেগম বলেন, তার ছেলে মানসিক প্রতিবন্ধী। কয়েকদিন ধরে সে নিখোঁজ ছিল। এর আগেও এভাবে অনেক জায়গা থেকে তাকে ফিরিয়ে আনা হয়েছে। ছেলেকে পেয়ে স্বজনের সম্পাদকসহ সব সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান শাহিনুর বেগম । ইসলাপমপুর ইউনিয়নের সদস্য আমীর আলী বলেন, ছেলেটিকে মায়ের কাছে ফিরিয়ে দিয়ে শাকিল হোসেন ও স্বজন সদস্যরা অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ