Sobujbangla.com | আরও আগ্রাসী হচ্ছে করোনাভাইরাস, দ্রুত ছড়িয়ে পড়ছে বিশ্বে।
News Head

আরও আগ্রাসী হচ্ছে করোনাভাইরাস, দ্রুত ছড়িয়ে পড়ছে বিশ্বে।

  |  ১৮:১৭, ডিসেম্বর ২৪, ২০২০

করোনাভাইরাসের নতুন দুটি ধরন শনাক্ত হয়েছে যুক্তরাজ্যে। যা নিয়ে বাড়ছে উদ্বেগ-উৎকণ্ঠা। এটি কতোটা প্রাণঘাতী সেটি এখনও জানা না গেলেও; দুটিই দ্রুত গতিতে ছড়ায়। ইউরোপ ছাড়াও ভাইরাসটির নতুন এ সব ধরন মিলেছে এশিয়ার বিভিন্ন দেশে।
করোনা আতঙ্কে নতুন মাত্রা যোগ করেছে এর নতুন নতুন ধরন। সপ্তাহখানেকের মধ্যে যুক্তরাজ্যে ভাইরাসটির দুইটি ভিন্ন রূপ শনাক্তে শঙ্কা ছড়িয়েছে।
ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, শনাক্ত দ্বিতীয় ধরনটিও প্রথমটির মতো দ্রুত সংক্রামক। এটির কেন্দ্রস্থল দক্ষিণ আফ্রিকা। দেশটি থেকে আগত দুই ব্যক্তির শরীরে মিলেছে নতুন বৈশিষ্ট্যের করোনা ভাইরাস।
নতুন ধরনটি নিয়ে কাজ করছে দক্ষিণ আফ্রিকার গবেষকরা। তারা বলছেন, যুক্তরাজ্যে শনাক্ত প্রথম ধরনটির চেয়ে এটি আরো শক্তিশালী। এতে আক্রান্ত হতে পারেন কম বয়সীরাও।
পরপর দুটি ধরন শনাক্তের ঘটনায় বিধিনিষেধ আরও একধাপ জোরদার করা হয়েছে ইংল্যান্ডের দক্ষিণ-পূর্বে। দক্ষিণ আফ্রিকা থেকে আগতদের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেয়া হয়েছে। দেশটিতে গেলো আট মাসের মধ্যে করোনা আক্রান্ত হয়ে সর্বোচ্চ সংখ্যক মানুষ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এদিকে, ইউরোপের কয়েক দেশে শনাক্তের পর এবার সিঙ্গাপুর ও ইসরায়েলেও শনাক্ত হয়েছে যুক্তরাজ্যের এ নতুন ধরনটি।

এ বিভাগের অন্যান্য সংবাদ