Sobujbangla.com | শ্যামলীর বিভিন্ন ফার্মেসিতে ওষুধ প্রশাসন অধিদফতরের অভিযান।
News Head

শ্যামলীর বিভিন্ন ফার্মেসিতে ওষুধ প্রশাসন অধিদফতরের অভিযান।

  |  ১৩:৫৫, নভেম্বর ০৯, ২০২০

নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে শ্যামলীর বিভিন্ন ফার্মেসিতে অভিযান চালিয়েছে ওষুধ প্রশাসন অধিদফতর। সোমবার সকাল থেকে শ্যামলীর ২০ থেকে ২৫টি ফার্মেসিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১০টি ফার্মাসিতে রেজিস্ট্রেশন বিহীন, অননুমোদিত ও মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়। ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মো মাহবুবুর রহমান বলেন, দেশের বাইরে থেকে ওষুধ আনতে হলে রেজিস্ট্রেশন বা এনওসি রাখতে হবে। তা না হলে অবৈধ বলে গণ্য হবে। যে সকল দোকানের ওষুধ জব্দ করা হয়েছে তারা যদি কাগজ দেখাতে না পারে তাহলে তাদের বিরুদ্ধে মামলা, লাইসেন্স বাতিল বা দোকান সিলগালা করার হুঁশিয়ারিও দেন তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ