Sobujbangla.com | আদালতকে সেই রাতের ভয়াবহ বর্ণনা দিলেন ‘নির্যাতিতা নারী।
News Head

আদালতকে সেই রাতের ভয়াবহ বর্ণনা দিলেন ‘নির্যাতিতা নারী।

  |  ১৯:১১, সেপ্টেম্বর ২৭, ২০২০

সিলেট মুরারীদহ চাঁদ (এমসি) কলেজ ছাত্রাবাসে গণধর্ষণের শিকার হওয়া নারীর জবানবন্দি আদালতে রেকর্ড করা হয়েছে। রোববার দুপুরে সিলেট মহানগর হাকিম তৃতীয় আদালতের বিচারক শারমিন খানম নিলার কাছে তিনি সেই রাতে কী ঘটেছিল তার বর্ণনা দেন। এসএমপির সহকারী কমিশনার (প্রসিকিউশন) অমূল্য কুমার চৌধুরী এ তথ্য নিশ্চিত করে বলেন, এদিন দুপুর দেড়টার দিকে পুলিশ ওই তরুণীকে ওসমানী হাসপাতাল থেকে আদালতে নেয়। বিকেল সোয়া ৩টা পর্যন্ত তার জবানবন্দি চলছিল। দেড়টার দিকে তিনি আদালতে ওই রাতের ঘটনার ব্যাপারে বিস্তারিত বর্ণনা দেন। আদালত তার জবানববন্দি লিবিবদ্ধ করেন। প্রসঙ্গত, শুক্রবার বিকেলে এমসি কলেজে বেড়াতে গিয়েছিলেন সিলেটের দক্ষিণ সুরমার এক দম্পতি। এদিন সন্ধ্যায় ছাত্রলীগের ৫/৬ জন নেতাকর্মী তাদের ধরে ছাত্রাবাসে নিয়ে আসে। সেখানে দু’জনকেই মারধর করে তারা। পরে স্বামীকে বেঁধে রেখে তার সামনেই স্ত্রীকে গণধর্ষণ করা হয়। ধর্ষণের শিকার তরুণী বর্তমানে ওসমানী হাসপাতালের ওসিসি সেন্টারে ভর্তি। এ ঘটনায় শনিবার ছাত্রলীগের ছয় নেতাকর্মীর নাম উল্লেখ করে নয়জনের বিরুদ্ধে মামলা করেন ধর্ষিতার স্বামী। পুলিশ রোববার সকালে সুনামগঞ্জ থেকে সাইফুর রহমান ও হবিগঞ্জ থেকে অর্জুন লস্কর নামে দুই আসামিকে গ্রেফতার করেছে।
আরিফুল হক চৌধুরী বলেন
ধর্ষণকারীদের কে যে আশ্রয় প্রশ্রয় দিতে চেয়েছে এবং ছাত্রলীগ ক্যাডার হিসেবে চিহ্নিত করেছেন। ছাত্রলীগের ঢুকেছেন এবং ওদেরকেও পালার জন্য আপনাকেও আইনের আশ্রয়ে আনার প্রয়োজন মনে। করেন সিলেটের আরিফুল হক চৌধুরী নগরপিতা।

এ বিভাগের অন্যান্য সংবাদ