Sobujbangla.com | সীমান্তের জটিলতা নিরসনে দুই দেশই আন্তরিক এ সমস্যার শিগগিরই সামাধান হবে।
News Head

সীমান্তের জটিলতা নিরসনে দুই দেশই আন্তরিক এ সমস্যার শিগগিরই সামাধান হবে।

  |  ১৮:২৭, সেপ্টেম্বর ২৩, ২০২০

বাংলাদেশ-ভারত সীমান্তে যেসব সংকট রয়েছে, সেগুলো নিরসনে বিজিবি-বিএসএফ যৌথভাবে এবং আন্তরিকতার সাথে কাজ করছে। একথা জানিয়েছেন ভারতের বিদায়ী হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ। বুধবার (২৩ সেপ্টেম্বর) দোহারে স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে সাক্ষাতের পর একথা বলেন তিনি।
প্রায় দেড় বছরের দায়িত্ব পালন শেষে দেশে ফেরার আগে বাংলাদেশে নিযুক্ত ভারতের বিদায়ী হাই কমিশনারের শেষ সাক্ষাৎ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে। সকাল ১১ টার কিছু পর স্বরাষ্ট্রমন্ত্রীর বসতভিটায় পা রাখেন রিভা গাঙ্গুলী।
সাক্ষাতের পর ভারতের বিদায়ী রাষ্ট্রদূত জানান, বাংলাদেশ-ভারতের দীর্ঘ সীমান্তের জটিলতা নিরসনে দুই দেশই আন্তরিক। এ সমস্যার শিগগিরই সামাধান হবে।
পরে রীভা গাঙ্গুলীকে নিয়ে পদ্মাপাড়ের গান্ধীআশ্রমে যান স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে এক বিদায়ী সংবর্ধনায় মন্ত্রী বলেন, পুরোনো বন্ধু ভারত। এই সম্পর্ক এখনও অটুট। আগামীতেও থাকবে।
রিভা গাঙ্গুলীর আগামী রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিদায়ী সাক্ষাতের কথা রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ