Sobujbangla.com | ইউরোপে করোনা পরিস্থিতির আবারও অবনতি।
News Head

ইউরোপে করোনা পরিস্থিতির আবারও অবনতি।

  |  ২০:২৪, সেপ্টেম্বর ২২, ২০২০

ইউরোপে করোনা পরিস্থিতি আবারও অবনতির দিকে যাচ্ছে। ফ্রান্স, স্পেন, যুক্তরাজ্যসহ ইউরোপের অনেক দেশেই আবারও নানা বিধি নিষেধ আরোপ করা হচ্ছে। নতুন করে আক্রান্তের হার বাড়ায় উদ্বেগ উৎকণ্ঠায় রয়েছেন প্রবাসীরা।
ফ্রান্সে আক্রান্তের হার আগের তুলনায় অনেক বেশি। এদিকে দেশটির অনেকগুলো শহরে কর্তৃপক্ষ কঠোর বিধিনিষেধ আরোপ করতে বাধ্য হয়েছে। এছাড়াও ফ্রান্সের প্রবাসী বাংলাদেশিরাও আক্রান্ত হচ্ছেন। এতে বাংলাদেশি কমিউনিটিতে আতঙ্ক বিরাজ করছে।
ফ্রান্সে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা জানান, ইউরোপের দেশগুলোতে যেভাবে করোনা ভাইরাসের প্রকোপ বাড়ছে। এতে আমাদের ব্যবসার অবস্থা কোনদিকে যাচ্ছে; সেটা নিয়ে খুবই দুঃশ্চিতায়।
এছাড়াও যুক্তরাজ্যসহ স্পেনের কয়েকটি অঞ্চলে আবারও লকডাউনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ