Sobujbangla.com | জালিয়াতি করে জামিন নেয়া ৫ আসামির জামিন বাতিল
News Head

জালিয়াতি করে জামিন নেয়া ৫ আসামির জামিন বাতিল

  |  ২০:২০, জুন ১০, ২০২০

তথ্য গোপন করে জালিয়াতি করে জামিন পাওয়া পাঁচ আসামির জামিন বাতিল করেছেন হাইকোর্ট। খুলনার দিঘলিয়ার টিপু শেখ হত্যা মামলার এই পাঁচ আসামি হলেন- সোহাগ শেখ, সেলিম শেখ, জুয়েল শেখ, লুৎফর শেখ ও আব্দুল্লাহ মোল্লা।
আজ বুধবার (১০ জুন) বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিমের ভার্চুয়াল হাইকোর্ট এ আদেশ দেন।
আসামিরা যদি জামিনে বের হয়ে থাকেন তাহলে তাদের সাত দিনের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। আর আত্মসমর্পণ না করলে তাদের গ্রেপ্তার করতে খুলনার পুলিশ সুপারকে নির্দেশ দেয়া হয়েছে।
গত ১৮ মে এই পাঁচ আসামিকে অন্তর্বর্তীকালীন সময়ের জন্য জামিন দিয়েছিলেন হাইকোর্টের একটি ভার্চুয়াল বেঞ্চ।
আজ আদেশের সময় রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো.বশির উল্লাহ। পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো.বশির উল্লাহ বলেন, পাঁচ আসামির আইনজীবী আবু হেনা মোস্তফা কামালকে ভার্চুয়াল হাইকোকোর্ট বেঞ্চে আর কোনও মামলা পরিচালনা করতে নিষেধ করা হয়েছে। এছাড়া আগামী সাত দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে যে, কেন তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হবে না।

এ বিভাগের অন্যান্য সংবাদ