Sobujbangla.com | গণপরিবহনে চলছে অনিয়ম, অথচ এসব অসঙ্গতি বিআরটিএর ভ্রাম্যমাণ আদালতের চোখে পড়েনি।
News Head

গণপরিবহনে চলছে অনিয়ম, অথচ এসব অসঙ্গতি বিআরটিএর ভ্রাম্যমাণ আদালতের চোখে পড়েনি।

  |  ২০:১৩, জুন ১০, ২০২০

স্বাস্থ্যবিধি মানছেন না বাসের চালক-হেল্পার। ইচ্ছামত নেয়া হচ্ছে ভাড়া, ব্যবহার করা হচ্ছে না হ্যান্ড স্যানিটাইজার। অথচ এসব অসঙ্গতি বিআরটিএর ভ্রাম্যমাণ আদালতের চোখে পড়েনি। যাত্রীদের অভিযোগ, আসলে মাঠে কোনো মনিটরিং নেই।
১০ দিন ধরে বাস চলাচল শুরু হয়েছে। এই সময়ে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কি না, নির্ধারিত ভাড়া নেয়া হচ্ছে কি না, এসব তদারকি করার কথা ছিল বিআরটিএর। কিন্তু রাজপথে তাদের কর্মকাণ্ড নেই বললেই চলে।
তবে বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেটদের দাবি, দুয়েকটি ছাড়া বড় কোন অসঙ্গতি নেই। সেজন্যই কিছুটা নমনীয় আচরণ করা হচ্ছে।
বিআরটিএ কর্তৃপক্ষ বলছে, সুনির্দিষ্ট অভিযোগ না থাকায় পরিবহন সংশ্লিষ্টরা পার পেয়ে যাচ্ছে। জনগণকে আরো সচেতন হওয়ার তাগিদ দেয়া হয়েছে।

এছাড়া, রাজধানীর সব সড়কেই ট্রাফিক আইন ভাঙছে গণপরিবহন। যেখানে-সেখানে চলছে যাত্রী ওঠানামা।

এ বিভাগের অন্যান্য সংবাদ