Sobujbangla.com | জীবানুনাশক টানেল এখন মানবদেহের জন্য ভয়াবহ বিপদ ডেকে আনছে।
News Head

জীবানুনাশক টানেল এখন মানবদেহের জন্য ভয়াবহ বিপদ ডেকে আনছে।

  |  ২১:১১, জুন ০৭, ২০২০

জীবানুনাশক টানেল এখন মানবদেহের জন্য ভয়াবহ বিপদ ডেকে আনছে। টানেলে ব্যবহৃত ব্লিচিং পাউডার, স্যাভলন বা হারপিক মিশ্রিত পানি মারাত্বক ক্ষতি করছে মানবদেহে। এই কেমিক্যাল মিশ্রিত পানি ব্যবহারে শ্বাসকষ্ট, ফুসফুসে সমস্যা,অ্যাক্সিমাসহ হতে পারে ভয়াবহ সব ব্যাধি। চর্মরোগ বিশেষজ্ঞরা বলছেন, মানবদেহে কোনভাবেই ব্লিচিং পাউডার মিশ্রিত পানি ব্যবহার করা যাবে না। প্রয়োজনে বেকিং পাউডারের সাথে ভিনেগার মিশিয়ে ব্যবহার করা যেতে পারে।
বাংলাদেশে করোনার সংক্রমনরোধে মাস্ক, স্যানিটাইজারের পাশাপাশি টানেল ও বুথ এর মাধ্যমে সরাসরি মানুষের দেহে ব্লিচিং পাউডারের সাথে স্যাভলন, ডেটল, এমনকি হারপিক মিশিয়ে করোনার জীবানু দূর করার চেষ্টা চলছে বিভিন্ন জায়গায়। হাতেও দেয়া হচ্ছে ব্লিচিং পাউডার মিশ্রিত পানি। মানবদেহে কোনোভাবেই ব্লিচিং পাউডার থেকে শুরু করে যে কোন ধরনের জীবাণুনাশকের ব্যবহার নিষেধ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। একই সাথে যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন- সিডিসিও স্যানিটাইজিং টানেলের ব্যবহার সমর্থন করে না। বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর টানেলে জীবানুনাশক ব্যবহারের বিপক্ষে। চর্মরোগ বিশেষজ্ঞরা বলছেন, মানুষের শরীরে স্যাভলন মিশ্রিত ব্লিচিং পাউডার প্রয়োগে চোখ এবং চামড়ার বড় ধরনের ক্ষতি হতে পারে। এ ব্যাপারে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

এ বিভাগের অন্যান্য সংবাদ