Sobujbangla.com | করোনায় দেশে একদিনে শনাক্তের রেকর্ড, ১৫ জনের মৃত্যু
News Head

করোনায় দেশে একদিনে শনাক্তের রেকর্ড, ১৫ জনের মৃত্যু

  |  ২০:৩১, মে ২৮, ২০২০

দেশে করোনাভাইরাসে বুধবার (২৭ মে) থেকে বৃহস্পতিবার (২৮ মে) দুপুর পর্যন্ত গত ২৪ ঘন্টায় আরও ২ হাজার ২৯ জনের নমুনায় করোনার উপস্থিতি পাওয়া গেছে।
গত ২৪ ঘন্টায় মারা গেছেন আরও ১৫ জন। জেলাভিত্তিক বিশ্লেষণে ঢাকা বিভাগে ৭ জন এবং চট্টগ্রামে ৮। বয়স ভিত্তিক বিশ্লেষণে ৯১ থেকে ৮০ বছরের মধ্যে ১ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ২ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৫ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৫ জন এবং ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২ জন। ২৪ জনের মধ্যে ১১ জন পুরুষ ও ৪ জন নারী। এ নিয়ে মোট প্রাণহানি হলো ৫৫৯ জনের।
আর করোনা শনাক্ত হওয়া রোগীর সংখ্যা দাঁড়ালো মোট ৪০ হাজার ২৩১।
ঢাকা এবং ঢাকার বাইরে মোট ৪৮টি ল্যাবরেটরিতে নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়। সর্বশেষ যুক্ত হয়েছে সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ৯ হাজার ২৬৭ জনের। গতকালকের কিছু নমুনাসহ ২৪ ঘণ্টায় পরীক্ষা করা হয়েছে ৯ হাজার ৩১০টি। সব মিলিয়ে এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ২ লাখ ৭৫ হাজার ৭৭৬ টি।
নমুনা বিবেচনায় শনাক্তের হার ২১ দশমিক ৭৯ শতাংশ।
এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫০০ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছন ৮ হাজার ৪২৫ জন। গত ২৪ ঘণ্টায় আইসোলেশনের নেওয়া হয়েছে ২৪৮ জনকে। বর্তমানে আইসোলেশনের আছেন ৪ হাজার ৯৮৯ জন। এছাড়া আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ১৩৮ জন, এ পর্যন্ত মোট ছাড় পেয়েছেন ২ হাজার ৬৩৮ জন।
শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২০ দশমিক ৮৯ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩৯ শতাংশ।
যারা কোয়ারেন্টাইন থেকে ছাড় পেয়েছেন তারা সম্পূর্ণ সুস্থ এবং স্বাভাবিক। তারা স্বাভাবিক চলাফেরা করতে পারবেন। তবে স্বাস্থ্য অধিদপ্তরের পরামর্শ থাকবে, তারা যেন এখনো নিজ ঘরে থাকেন।
বৃহস্পতিবার (২৮ মে) স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

এ বিভাগের অন্যান্য সংবাদ