Sobujbangla.com | পাল্টাপাল্টি অভিযোগে চলছে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনী প্রচারণা
News Head

পাল্টাপাল্টি অভিযোগে চলছে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনী প্রচারণা

  |  ২০:৪৪, অক্টোবর ২২, ২০১৯

অভিযোগ আর পাল্টা অভিযোগের মধ্যে চলছে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনী প্রচারণা। মিশা সওদাগর আর জাহেদ খান নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তোষ জানালেও চারদিকে আতঙ্ক বিরাজ করছে বলে সংশয় প্রকাশ করেন মৌসুমী আর ইলিয়াস কোবরা। আর নির্বাচন কমিশনার পীরজাদা শহিদুল হারুন বলেন,কেউ আচরণবিধি লঙ্গন করলে ব্যবস্থা নেয়া হবে। নির্বাচিত হতে পারলে প্রত্যোকের পরিকল্পনার কথা ও তুলে ধরেন তারা।
আগামী ২৫ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। নবীন প্রবীন শিল্পীদের পদচারণা এখন মুখর এফডিসি । নির্বাচনকে ঘিরে উৎসবের পাশাপাশি প্রাথীদের মাঝে বিরাজ করছে। আতঙ্কও। তারপরও সুষ্ঠু নির্বাচনের নিয়ে আশাবাদী প্রার্থীরা।
তবে প্রার্থীদের ব্যানার ছেড়া নিয়ে অভিযোগও রয়েছে পাল্টাপাল্টি।যদি কোন প্রাথী আচরণবিধি লঙ্গন করেন কমিশনের পক্ষ থেকে ব্যবস্থা নেয়ার কথা বললেন নির্বাচন কমিশনার পীরজাদা শহিদুল হারুন।পাল্টাপ্লাটি অভিযোগ থাকলেও জয়লাভের পর শিল্পীদের কল্যাণে পরিকল্পনার কথাও তুলে ধরেন তারা।
২৫ অক্টোবর সকাল ৯ টা থেকে মাঝখানে ১ ঘন্টা বিরতি দিয়ে ৫ টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। এবার ভোটার সংখ্যা প্রায় সাড়ে চারশ’জন।

এ বিভাগের অন্যান্য সংবাদ