Sobujbangla.com | চাঁদাবাজি বন্ধ করা গেলে মাংসের দাম কমবে : সাঈদ খোকন
News Head

চাঁদাবাজি বন্ধ করা গেলে মাংসের দাম কমবে : সাঈদ খোকন

  |  ১৬:১৮, মে ০৯, ২০১৯

গাবতলী পশুর হাটে চাঁদাবাজি বন্ধ করা গেলে গরুর মাংসের দাম কিছুটা হলেও কমবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন। চাঁদাবাজির বিষয়টি পুলিশকে জানানো হয়েছে বলেও জানান তিনি।
বৃহস্পতিবার রাজধানীর হাতিরপুল কাঁচাবাজার পরিদর্শন শেষে গণমাধ্যম কর্মীদের সাথে আলাপকালে মেয়র এ কথা বলেন।
সাঈদ খোকন জানান, ঢাকা দক্ষিণের আওতাভুক্ত ২১টি কাঁচাবাজারে মূল্য তালিকার ডিজিটাল বোর্ড স্থাপন করা হবে, যাতে বিভিন্ন বাজার ঘুরে তালিকা হালনাগাদ করার পরিবর্তে নগর ভবনে বসেই সেটা করা যায়।
সীমিত জনবল দিয়ে বাজারে নজরদারি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে উল্লেখ করে মেয়র বলেন, খাদ্যে ভেজাল দিলে শুধু জরিমানা নয়, সেই সঙ্গে কারাদণ্ড দেওয়ার জন্যও নজরদারি কমিটিকে বলা হয়েছে।
দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও ভোক্তা অধিকার সংরক্ষণের ম্যাজিস্ট্রেটসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
পরে মেয়র সাঈদ খোকন মাংস ব্যবসায়ী ও ক্রেতা সাধারণের সঙ্গে দ্রব্যমূল্য নিয়ে কথা বলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ