Sobujbangla.com | অবশেষে মশার বিরুদ্ধে এ্যকশনে আরিফ
News Head

অবশেষে মশার বিরুদ্ধে এ্যকশনে আরিফ

  |  ১৯:২৯, মে ০২, ২০১৯

নগরীর দীর্ঘদিন থেকে মশার উপদ্রব বেড়েছে। মশার উপদ্রব থেকে বাঁচতে নগরে মশার ওষুধ ছিঁটানো শুরু করেছে সিলেট সিটি করপোরেশন।
বৃহস্পতিবার সকাল ৯টায় হযরত শাহজালাল (রহ.) মাজার এলাকা থেকে ফগার মেশিন ও লিকুইড ওধুষ দিয়ে মশা নিধন কার্যক্রম শুরু করেছেন মেয়র আরিফুল হক চৌধুরী।
সিসিক সূত্র জানায়, আগামী এক সপ্তাহে নগরের ২৭টি ওয়ার্ডে পর্যায়ক্রমে এই মশার ওষুধ ছিঁটানো হবে।
মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ‘খানিকটা বিলম্বে হলেও মশা নিধন অভিযান শুরু করেছে সিসিক। প্রাথমিকভাবে আগামী এক সপ্তাহ নগরের ২৭টি ওয়ার্ডে অভিযান চলবে। আশাকরি এক সপ্তাহেই ২৭টি ওয়ার্ডে মশা নিধন সম্ভব হবে। তবে প্রয়োজনে পরবর্তী সময়ে আবারো এই কার্যক্রম পরিচালনা করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ