Sobujbangla.com | রাষ্ট্রপতির সঙ্গে ব্রুনেই ও ইতালির রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষা
News Head

রাষ্ট্রপতির সঙ্গে ব্রুনেই ও ইতালির রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষা

  |  ১৭:২০, জানুয়ারি ০২, ২০১৯

রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে বুধবার বঙ্গভবনে পৃথকভাবে দেখা করেছেন বাংলাদেশে নিযুক্ত ইতালি ও ব্রুনেই দারুসসালামের বিদায়ী রাষ্ট্রদূত।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন ইউএনবিকে জানান, বাংলাদেশে সফলভাবে দায়িত্ব পালনের জন্য ব্রুনেইয়ের রাষ্ট্রদূত হাজাহ মাসুরাই বিন্তি হাজি মাসরি এবং ইতালির রাষ্ট্রদূত মারিও পালমাকে ধন্যবাদ জানান রাষ্ট্রপতি।
এ ছাড়া রোহিঙ্গা সংকটকালে সহায়তার জন্য দুই দেশের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন আবদুল হামিদ।
ব্রুনেইয়ের রাষ্ট্রদূত হাজাহ মাসুরাই বিন্তি হাজি মাসরিকে রাষ্ট্রপতি বলেন, ‘বাংলাদেশ ও ব্রুনেই ছোট দেশ। দুই মুসলিম দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরো বৃদ্ধির সুযোগ রয়েছে।
বাংলাদেশের কৃষি পণ্য, হালাল খাদ্য, পাটজাত দ্রব্য, তৈরি পোশাক এবং ওষুধের মতো বিভিন্ন মানসম্পন্ন পণ্যের ওপর গুরুত্বারোপ করে রাষ্ট্রপতি বলেন, ‘ব্রুনেই বাংলাদেশ থেকে এসব পণ্য প্রচুর পরিমাণে আমদানি করতে পারে।
বাংলাদেশের জনশক্তি ব্রুনেইয়ের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে উল্লেখ করে আবদুল হামিদ বলেন, ব্রুনেই বাংলাদেশ থেকে আরো জনশক্তি নিয়োগ দিতে পারে।

এ বিভাগের অন্যান্য সংবাদ