Sobujbangla.com | নৌকায় ভোট না দিলে আল্লাহর কাছে দায়ী থাকবেন।
News Head

নৌকায় ভোট না দিলে আল্লাহর কাছে দায়ী থাকবেন।

  |  ১৭:৫৯, ডিসেম্বর ২৬, ২০১৮

খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, মোংলা বন্দরের হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিস্টান সবারই শেখ হাসিনার নৌকা প্রতীকে ভোট দেওয়া উচিত, এর বাইরে ভোট দিলে আল্লাহর কাছে দায়ী থাকতে হবে। কারণ, বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে মোংলা বন্দরকে মৃত ঘোষণা করা হয়েছিল। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে এ বন্দরকে শুধু সচলই নয়, আধুনিক বন্দরে পরিণত করেছেন।
আজ বুধবার বিকেলে বাগেরহাটের মোংলা বন্দর শ্রমিক-কর্মচারী সংঘ চত্বরে নৌকা প্রতীকের নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তালুকদার আব্দুল খালেক এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোংলা ও রামপালকে ঘিরে ব্যাপক দৃশ্যমান উন্নয়ন করেছেন উল্লেখ করে তালুকদার আব্দুল খালেক বলেন, ৩০ ডিসেম্বর সকাল সকাল ভোট কেন্দ্রে যাবেন এবং কেন্দ্রে গিয়ে নৌকা প্রতীকে ভোট দিয়ে অন্ততপক্ষে শেখ হাসিনার ঋণ পরিশোধ করবেন।
মোংলা পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ শেখ আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন মোংলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুন নাহার হাই, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আবদুর রহমান, ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স, উপজেলা যুবলীগের সভাপতি ইসরাফিল হাওলাদার, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, পৌর যুবলীগের সভাপতি আলহাজ শেখ কামরুজ্জামান জসিম, প্রেসক্লাব সভাপতি এইচ এম দুলাল, বিশিষ্ট ব্যবসায়ী মশিউর রহমান, বেল্লাল হোসেন ও জলিল শিকদার।
সমাবেশের প্রধান অতিথি তালুকদার আব্দুল খালেকের হাতে ফুল দিয়ে আওয়ামী লীগে যোগ দেন পৌর যুবদলের সহসভাপতি মোস্তফা কামাল, মোংলা বন্দর স্টিভিডরিং ওয়াচম্যান ওয়েলফেয়ার সংঘের সভাপতি গোলাম মোস্তফা, মোংলা মৎস্য ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি আফজাল ফরাজী, ৯ নম্বর পৌর ওয়ার্ড বিএনপির সভাপতি রেজাউল করিম নান্নাসহ প্রায় ৫০০ নেতাকর্মী।

এ বিভাগের অন্যান্য সংবাদ