Sobujbangla.com | যাচাই-বাছাইয়ে বাতিল হওয়া ৫৪৩ প্রার্থীর আপিলের শুনানি শুরু।
News Head

যাচাই-বাছাইয়ে বাতিল হওয়া ৫৪৩ প্রার্থীর আপিলের শুনানি শুরু।

  |  ২১:৫১, ডিসেম্বর ০৬, ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে বাতিল হওয়া প্রার্থীদের আপিলের শুনানি আজ থেকে শুরু হচ্ছে।
এরআগে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ৫৪৩ জন আপিল করেছেন। আগামী ৮ ডিসেম্বর পর্যন্ত অর্থাৎ টানা তিন দিনে এসব আপিল আবেদন শুনানি নিষ্পত্তি করবে নির্বাচন কমিশন। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে মনোনয়ন প্রত্যাশীরা গত ৩ ডিসেম্বর ৮৪ জন, ৪ ডিসেম্বর ২৩৭ জন এবং ৫ ডিসেম্বর ২২২টি আবেদন করেছেন। প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, বেগম কবিতা খানম ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী এ আপিল শুনানি করবেন। আগারগাঁও নির্বাচন ভবনে ১১ তলায় এ শুনানিতে ইসি সচিবও উপস্থিত থাকবেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ