Sobujbangla.com | গোয়াইনঘাটে চালকদের ট্রাফিক আইন ও সক্ষমতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ
News Head

গোয়াইনঘাটে চালকদের ট্রাফিক আইন ও সক্ষমতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ

  |  ১৭:১৬, সেপ্টেম্বর ১৮, ২০১৮

সিলেটের গোয়াইনঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নজরুল ইসলাম বলেছেন, সকল প্রকার দুর্ঘটনা এড়াতে সচেতনার বিকল্প নেই। ট্রাফিক আইন সম্পর্কে প্রত্যেক শ্রমিকদের ধারণা থাকতে হবে। দক্ষ চালক না হওয়া পর্যন্ত গাড়ী ড্রাইভিং থেকে বিরত থাকতে হবে।

মঙ্গলবার গোয়াইনঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে গাড়ী চালকদের ট্রাফিক আইন ও সক্ষমতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বিশেষ অতিথির বক্তব্যে রাখেন গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি এম.এ মতিন,যুগ্ম-সম্পাদক মো. আলী হোসেন,উপজেলা পরিষদের সি.এ লুৎফুর রহমান। উপজেলা ইউডিএফ রায়হান কবির পলাশ দিনব্যাপি প্রশিক্ষনের মূল প্রশিক্ষক হিসেবে দ্বায়িত্ব পালন করেন।

এসময় শ্রমিক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন ট্রাক শ্রমিক সমিতির সহ-সভাপতি শরিফ উদ্দিন,ইমা লেগুনার সভাপতি জাহাঙ্গীর আলম,অটো রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি শেরগুল আহমদ। প্রশিক্ষনে বিভিন্ন প্রকার যানবাহনের শতাধিক চালকগন উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ