রাজধানীতে বিজিবির বিশেষ টিম মোতায়েন।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য মোতায়েন করা হয়েছে বিজিবির ‘র্যাপিড অ্যাকশন টিম-র্যাট’। আগামী ১০ জানুয়ারি পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করবে তারা। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) রাতে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে সাংবাদিকদের এসব তথ্য জানান ২৬ বিজিবির উপ-অধিনায়ক মেজর আবরার আল মেহমুদ।
র্যাট বিজিবির উচ্চ প্রশিক্ষিত বিশেষ বাহিনী। যেটি কুইক রেসপন্স টিম হিসেবে কাজ করবে। র্যাটের পাশাপাশি রাজধানী ও আশপাশের জেলায় ১৬১ প্ল্যাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে বলেও সাংবাদিকদের জানান বিজিবির এই উপ-অধিনায়ক।
মেজর আবরার আল মেহমুদ বলেন, র্যাট আমাদের বিশেষ টিম। বিজিবির এই টিম যেকোনো নাশকতা মোকাবেলায় কুইক রেসপন্স টিম হিসেবে কাজ করবে। ঢাকার শহরের প্রতিটি পয়েন্টে কাজ করবে তারা। এর বাইরেও বাহিনীর অন্যরা বিভিন্ন জায়গায় কাজ করছে।