রোববার নামের তালিকা প্রকাশের সিদ্ধান্ত: মন্ত্রিপরিষদ সচিব
নির্বাচন কমিশন নিয়োগে নিবন্ধিত রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন ও ব্যক্তি পর্যায়ে ৩২৯ জনের নাম পেয়েছে সার্চ কমিটি। এসব নামের তালিকা প্রকাশের সিদ্ধান্ত রোববার জানা যাবে বলে মন্তব্য করেছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। শনিবার (১২ ফেব্রুয়ারি) সাংবাদিকদের এ কথা জানান তিনি। সুপ্রিম কোর্টের কনফারেন্স লাউঞ্জে বিশিষ্ট নাগরিকদের সঙ্গে দুই দফা বৈঠক করে সার্চ কমিটি। কমিটির সাচিবিক দায়িত্বে আছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগে রাষ্ট্রপতির কাছে দেয়া সার্চ কমিটির প্রস্তাবিত নাম গণমাধ্যমে প্রকাশের অনুরোধ জানিয়েছেন বিশিষ্টজনেরা। এছাড়া প্রস্তাবিত নামে যেন কোনো বিতর্কিত ব্যক্তিকে না রাখা হয় সে অনুরোধও করা হয়েছে। বেলা সোয়া ১১টায় শুরু হয়ে প্রথম বৈঠকটি চলে বেলা সাড়ে ১২টা পর্যন্ত। এরপর বেলা পৌনে ১টা থেকে আড়াইটা পর্যন্ত দ্বিতীয় বৈঠকটি অনুষ্ঠিত হয়। অনুসন্ধান কমিটির সভাপতি বিচারপতি ওবায়দুল হাসানের সভাপতিত্বে বৈঠকে ছিলেন কমিটির সদস্য বিচারপতি এস এম কুদ্দুস জামান, মহা হিসাব নিয়ন্ত্রক ও নিরীক্ষক (সিএজি) মুসলিম চৌধুরী, সরকারি কর্ম কমিশন (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও কথাসাহিত্যিক অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক।