Sobujbangla.com | আম পাকলে কেউ না কেউ গাছে ঢিল মারবেই: তথ্যমন্ত্রী
News Head
 আবারও সহযোগিতা করল যুক্তরাষ্ট্র, রোহিঙ্গাদের জন্য ২ হাজার কোটি টাকার অজিত সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। আওয়ামী লীগের, সাবেক এমপি আউয়াল গ্রেপ্তার। পুলিশের ওপেন হাউজডে-মতবিনিময় সভা দোয়ারাবাজারে । সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামি ওসি মঈনকে ছেড়ে দেয়ায় সিলেট ক্ষোভ। ৮ দফা দাবিতে সিলেটে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান। গ্রেফতার ২ ধর্ষণ স্কুলছাত্রী অভিযোগে কমলগঞ্জে। উনিশ উপজেলার নির্বাচন স্থগিত। ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত সাড়ে ৩৭ লাখ মানুষ, বিধ্বস্ত ৩৫ হাজার ঘরবাড়ি’। এগারো উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা শপথ নিলেন। সিলেটে ওসমানী বিমানবন্দরে আটকা পড়েছে ৬টি ফ্লাইট।

আম পাকলে কেউ না কেউ গাছে ঢিল মারবেই: তথ্যমন্ত্রী

  |  ১৯:৪২, ফেব্রুয়ারি ০৮, ২০২২

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, এনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের বড় গুণ হলো উনি আস্থার সঙ্গে অবলীলায় মিথ্যা কথা বলতে পারেন। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, ‘আমরা যখন বললাম, ফখরুল সাহেব দেশে সাহায্য বন্ধ করার জন্য বিদেশে চিঠি দিয়ে দেশদ্রোহিতামূলক কাজ করেছেন। এরপর উনি সংবাদ সম্মেলন করে বললেন, দেশের বিরুদ্ধে তা দেননি। পরে সেই চিঠির কপি গণমাধ্যমে দেখালে উনার কোনো জবাব নেই। একটি দলের মহাসচিব এভাবে মিথ্যাচার করতে পারেন, তা দেখে ও শুনে একজন রাজনীতিবিদ হিসেবে আমি নিজেও লজ্জিত। তিনি বলেন, ‘যে রাজনৈতিক দল একটি গণসংগঠন এবং জনগণের ওপর নির্ভরশীল, তারা নির্বাচন ব্যতিরেকে টিকে থাকতে পারে না। বিএনপি নেতারা সেই সত্যটা উপলব্ধি করতে পারছেন বলে আমার মনে হচ্ছে না।’ ড. হাছান বলেন, যে রাজনৈতিক দল নির্বাচনের মাধ্যমে জনগণের রায় নিয়ে ক্ষমতায় যাওয়ায় বিশ্বাস করে কিংবা জনসমর্থন নিয়ে টিকে থাকতে হয়, তারা নির্বাচন ব্যতিরেকে বেঁচে থাকতে পারে না। বিএনপি যে ভুল করছে তা আত্মহননের মতো, শুধু এটুকুই বললাম। আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক বলেন, ‘একটি শক্তিশালী নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে সরকার সার্চ কমিটি গঠন করেছে। কিন্তু ওনারা সিদ্ধান্ত নিয়েই বসে আছেন কোনও নির্বাচনে যাবেন না। এভাবে ‘না’ বলতে বলতে তারা যে ভবিষ্যতে কোথায় গিয়ে দাঁড়ায় সেটি হচ্ছে আমার প্রশ্ন। মন্ত্রী বলেন, দায়িত্বে থাকলে অবশ্যই সমালোচনা হবে। আম পাকলে গাছে ঢিল পড়বেই। যেখানে আম পাকে না সেখানে ঢিল কেউ মারে না। কিন্তু সমালোচনা যেন অন্ধ এবং বধিরের মতো না হয়। সমালোচনার পাশাপাশি ভালো কাজের প্রশংসাও যেন করা হয়। এই সরকার সাংবাদিকদের জন্য কি করেছে, কি করে যাচ্ছে, অতীতে এটি হয়েছে কিনা সেটা বিবেচনায় রাখতে হবে। তিনি বলেন, ‘অনেক সাংবাদিক প্রেসক্লাবের সামনে দাঁড়িয়ে সরকারের বিরুদ্ধে মিটিং মিছিল করেন। সহায়তা দেওয়ার ক্ষেত্রে এসব দেখা হয়নি। যারা প্রকৃত পাওয়ার যোগ্য তারা পেয়েছেন। আমরা মনে করি, সমালোচনা কাজ করার ক্ষেত্রে সহায়ক।’ অনুষ্ঠানে ১০৪ সাংবাদিকের হাতে সহায়তার চেক তুলে দেন তথ্যমন্ত্রী।

এ বিভাগের অন্যান্য সংবাদ