Sobujbangla.com | কামালবাজারে শীতবস্ত্র ও খাদ্যসামগ্রী পেলেন আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা
News Head
 আবারও সহযোগিতা করল যুক্তরাষ্ট্র, রোহিঙ্গাদের জন্য ২ হাজার কোটি টাকার অজিত সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। আওয়ামী লীগের, সাবেক এমপি আউয়াল গ্রেপ্তার। পুলিশের ওপেন হাউজডে-মতবিনিময় সভা দোয়ারাবাজারে । সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামি ওসি মঈনকে ছেড়ে দেয়ায় সিলেট ক্ষোভ। ৮ দফা দাবিতে সিলেটে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান। গ্রেফতার ২ ধর্ষণ স্কুলছাত্রী অভিযোগে কমলগঞ্জে। উনিশ উপজেলার নির্বাচন স্থগিত। ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত সাড়ে ৩৭ লাখ মানুষ, বিধ্বস্ত ৩৫ হাজার ঘরবাড়ি’। এগারো উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা শপথ নিলেন। সিলেটে ওসমানী বিমানবন্দরে আটকা পড়েছে ৬টি ফ্লাইট।

কামালবাজারে শীতবস্ত্র ও খাদ্যসামগ্রী পেলেন আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা

  |  ১৮:৫১, ফেব্রুয়ারি ০৮, ২০২২

দক্ষিণ সুরমা উপজেলার কামালবাজার এলাকায় প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের ঘরের বাসিন্দারা পেয়েছেন শীতবস্ত্র ও খাদ্যসহায়তা। মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ও তত্ত্বাবধায়নে দক্ষিণ সুরমার কামালবাজার ইউনিয়নে এমন ২ শ পরিবারের মধ্যে এ সহায়তা প্রদান করা হয়। শীতবস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ উপলক্ষ্যে কামালবাজার ইউনিয়নের লক্ষীপাশা গ্রামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজিৎ সিংহ, সিলেট জেলা প্রশাসক মো. মজিবর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এইচ এম মাহফুজুর রহমান, সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ, দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা তালুকদার ও মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ মো. মকন মিয়া প্রমুখ। প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের ঘরের বাসিন্দা দুই’শ পরিবার শীতবস্ত্রের পাশাপাশি চাল ১০ কেজি, ডাল ১ কেজি, লবন ১ কেজি, চিড়া ১ কেজি, সয়াবিন ১ লিটার ও নুডুলস আধা কেজি করে খাদ্যসামগ্রী পেয়েছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ