আন্দোলন থামবে না
উপাচার্যের পদত্যাগের দাবিতে আমরণ অনশন কর্মসূচি শুরুর অষ্টম দিনে নমনীয় অবস্থান লক্ষ্য করা গেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে। একদল শিক্ষার্থী মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে সমবেত হয়ে অনশনকারীদের অনশন ভাঙার অনুরোধ জানান। এরআগে তারা, উপাচার্যবিরোধী আন্দোলন চালিয়ে যাওয়ার শপথ নেন। আন্দোলনকারী শিক্ষার্থীদের একাংশকে এই শপথ পড়ান মোহাইমিনুল বাশার রাজ। তবে অনশন চালিয়ে যাওয়ার ব্যাপারে অনড় অবস্থানও রয়েছে শিক্ষার্থীদের আরেকটি অংশের। এ বিষয়ে আলোচনা চলছে দুইপক্ষের। অনশনকারী শিক্ষার্থী শাহারিয়ার আবেদিন বলেন, ‘আমি আরও কিছুদিন না খেয়ে থাকতে পারব। আমি অনশন চালিয়ে যেতে চাই। আমি অনশন ভাঙব না।’ আরেক অনশনকারী একই কথা বলেন। এদিকে, অনশন ভঙ্গে আন্দোলনকারীদের আরও কিছুটা সময় দিয়েছে সহযোদ্ধারা। আন্দোলনকারীরা জানান, অনশন ভাঙলেও তারা দিন-রাতের পুরোটা সময় ক্যাম্পাসে অবস্থান নিয়ে উপাচার্যকে পদত্যাগে বাধ্য করিয়ে তবেই স্থান ত্যাগ করবে।