Sobujbangla.com | দ্রুত সংসদে উঠছে শিক্ষা আইন: শিক্ষামন্ত্রী
News Head
 সিলেটে বিক্ষোভ ইসকন নিষিদ্ধের দাবিতে। ধর্ম বর্ন নির্বিশেষে এই দেশ সকলের। যেকোনো মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবো,। বাংলা দেশের আগামীর প্রধানমন্ত্রী গন অধিকার পরিষদ থেকেই হবে। আবারও সহযোগিতা করল যুক্তরাষ্ট্র, রোহিঙ্গাদের জন্য ২ হাজার কোটি টাকার অজিত সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। আওয়ামী লীগের, সাবেক এমপি আউয়াল গ্রেপ্তার। পুলিশের ওপেন হাউজডে-মতবিনিময় সভা দোয়ারাবাজারে । সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামি ওসি মঈনকে ছেড়ে দেয়ায় সিলেট ক্ষোভ। ৮ দফা দাবিতে সিলেটে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান। গ্রেফতার ২ ধর্ষণ স্কুলছাত্রী অভিযোগে কমলগঞ্জে। উনিশ উপজেলার নির্বাচন স্থগিত।

দ্রুত সংসদে উঠছে শিক্ষা আইন: শিক্ষামন্ত্রী

  |  ২০:৫৩, জানুয়ারি ২৪, ২০২২

দ্রুত জাতীয় সংসদে উঠছে শিক্ষা আইন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সোমবার (২৪ জানুয়ারি) বিকেলে রাজধানীর বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) ভবনে বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের (বিএনসিইউ) সভাকক্ষে এক অনুষ্ঠানে তিনি এই কথা জানান। ‘পরিবর্তনশীল গতিপথ, রূপান্তরিত শিক্ষা’ শীর্ষক অনুষ্ঠানে অনলাইনে যুক্ত ছিলেন মন্ত্রী। ডা. দীপু মনি বলেন, ‘দীর্ঘ প্রতীক্ষার পর ২০১০ সালে আমরা জাতীয় শিক্ষানীতি পেয়েছিলাম। সংবিধানের চারটি মূলনীতি এবং ১৯৭৪ সালের কুদরত-এ-খুদা শিক্ষা কমিশনের ওপর ভিত্তি করে এটি প্রস্তুত করা হয়। শিক্ষার কাঠামো ঠিক রাখা, সমসাময়িক অসঙ্গতি-অনিয়ম দূর করতে আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা শিক্ষা আইন। এটি চূড়ান্ত করার কাজ প্রায় শেষদিকে। এ সংক্রান্ত কমিটি আইনটি পর্যালোচনা করেছে। তিনি বলেন, ‘মন্ত্রিসভার বৈঠকের পর কিছু পরিবর্তন-পরিমার্জন শেষে এই আইন সংসদে পাঠাতে পারবো। এতে শিক্ষার মানোন্নয়নে দীর্ঘ এক দশক অপেক্ষার পর কাঙ্ক্ষিত আইনটি বাস্তবায়িত হতে যাচ্ছে। এছাড়া শিক্ষার কারিকুলাম, অবকাঠামো উন্নয়নের সঙ্গে সঙ্গে শিক্ষাকে ব্যববহারিক এবং বিশ্বমানের করতে নীতিমালা করা হবে।’ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব ও বিএনসিইউয়ের মহাসচিব আবু বকর ছিদ্দীক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব গোলাম মো. হাসিবুল আলম, বাংলাদেশে ইউনেস্কোর প্রতিনিধি মিজ বিয়াট্রিস কালদুন এবং বিএনসিইউয়ের ডেপুটি সেক্রেটারি সোহেল ইমাম খান বক্তব্য রাখেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ