নামাজের জন্য মসজিদে ঢুকতে শর্ত বেধে দিল পাকিস্তান
নামাজের জন্য মসজিদে প্রবেশের ক্ষেত্রে শর্ত আরোপ করেছে পাকিস্তান। এখন থেকে মুসল্লিরা চাইলেই মসজিদে ঢুকতে পারবে না। কেবল দুই ডোজ ভ্যাকসিন নেয়া মুসল্লিরাই প্রবেশের অনুমতি পাবেন। স্থানীয় সংবাদমাধ্যম ডন-এর খবর অনুযায়ী, পাকিস্তানে আরোপ করা করোনাভাইরাস নতুন বিধিনিষেধ অনুযায়ী, যারা পূর্ণ কোভিড টিকা নেননি তারা নামাজ পড়ার জন্য মসজিদে প্রবেশ করতে পারবেন না। মসজিদে প্রবেশের জন্য টিকার দুই ডোজ নেওয়া বাধ্যতামূলক করার পাশাপাশি মাস্ক পরা ও নামাজ আদায়ের সময় ৬ ফুট দূরত্ব বজায় রাখার নির্দেশনাও দেয়া হয়েছে। গত বছর দেশটির সরকার একই ধরনের বিধিনিষেধ জারি করার চেষ্টা করলে বিরোধিতাকারীরা বেশ কয়েকটি ঘটনায় সহিংস হয়ে উঠেছিল। এপ্রিলে করাচিতে বিধিনিষেধ মানতে বাধ্য করতে মসজিদের সামনে পুলিশ অবস্থান নিলে মুসুল্লিরা পুলিশের গাড়ির লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে পুলিশের ওপর হামলা চালিয়েছিল। এক প্রতিবেদনে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, মহামারী শুরু হওয়ার পর থেকে দৈনিক সর্বোচ্চ রোগী শনাক্ত হওয়ার প্রেক্ষিতে দেশটির কর্তৃপক্ষ এ ধরনের বেশ কয়েকটি কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, পাকিস্তানে প্রতিদিন গড়ে ৬২০৮ জন নতুন রোগী শনাক্ত হচ্ছে। সরকারি তথ্য অনুযায়ী, পাকিস্তানের ২২ কোটি জনসংখ্যার প্রায় ৩৬ শতাংশ বা ৭ কোটি ৮০ লাখ লোক করোনাভাইরাস টিকার দুটি ডোজ নিয়েছেন। অনেকের মধ্যে দ্বিধা থাকায় সরকার টিকা গ্রহীতার সংখ্যা বাড়ানোর জন্য কঠোর সব পদক্ষেপ নিয়েছে। মোবাইল ফোনের সেবা বন্ধ রাখা, বেতন আটকে রাখা ও বিমান ভ্রমণ করতে না দেয়া এগুলোর অন্যতম।