Sobujbangla.com | বানিয়াচংয়ে রাস্তা নিয়ে সংঘর্ষে অর্ধশত আহত
News Head
 বলের চমক আফগানদের বড় ব্যবধানে হারিয়ে এশিয়া কাপে বাংলাদেশের দারুণ শুরু,। সিলেটে বিক্ষোভ ইসকন নিষিদ্ধের দাবিতে। ধর্ম বর্ন নির্বিশেষে এই দেশ সকলের। যেকোনো মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবো,। বাংলা দেশের আগামীর প্রধানমন্ত্রী গন অধিকার পরিষদ থেকেই হবে। আবারও সহযোগিতা করল যুক্তরাষ্ট্র, রোহিঙ্গাদের জন্য ২ হাজার কোটি টাকার অজিত সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। আওয়ামী লীগের, সাবেক এমপি আউয়াল গ্রেপ্তার। পুলিশের ওপেন হাউজডে-মতবিনিময় সভা দোয়ারাবাজারে । সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামি ওসি মঈনকে ছেড়ে দেয়ায় সিলেট ক্ষোভ। ৮ দফা দাবিতে সিলেটে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান। গ্রেফতার ২ ধর্ষণ স্কুলছাত্রী অভিযোগে কমলগঞ্জে।

বানিয়াচংয়ে রাস্তা নিয়ে সংঘর্ষে অর্ধশত আহত

  |  ২০:১৫, জানুয়ারি ২২, ২০২২

হবিগঞ্জের বানিয়াচংয়ে রাস্তা নিয়ে বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে অন্তত অর্ধশত লোক আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় অন্তত ৩০ জনকে সদর আধুনিক হাসপাতাল এবং একজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শনিবার সকালে ওই উপজেলার রামগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই গ্রামের মিজানুর রহমান এবং ওয়াহিদ মিয়ার মধ্যে বাড়ির একটি রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে শনিবার সকালে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের অর্ধশ লোক আহত হন। খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সংঘর্ষ নিয়ন্ত্রণ করে। আশংকাজনক অবস্থায় শাহিদ মিয়াকে (৩৫) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া গুরুতর আহত অবস্থায় আব্দুল হক (৪৫), মিজানুর রহমান (২৮), আব্দুল আজিজ (৩০), নানু মিয়া (২৫), শাহেদা বেগম (২৬), জাহিদুল (৩০), শাহীন (২৭), মনোয়ারা বেগম (৩২), মমতা বেগম (৩৫), হাবিব (২৮), কাওছার মিয়াসহ (২৭) অন্তত ৩০ জনকে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। বানিয়াচং থানার ওসি মো. এমরান হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, দু’পক্ষের সংঘর্ষ হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। এ ঘটনায় কেউ আটক নেই। তবে অভিযান অব্যাহত আছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ