Sobujbangla.com | নওগাঁয় বিপুল পরিমান গাঁজা ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩
News Head
 বলের চমক আফগানদের বড় ব্যবধানে হারিয়ে এশিয়া কাপে বাংলাদেশের দারুণ শুরু,। সিলেটে বিক্ষোভ ইসকন নিষিদ্ধের দাবিতে। ধর্ম বর্ন নির্বিশেষে এই দেশ সকলের। যেকোনো মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবো,। বাংলা দেশের আগামীর প্রধানমন্ত্রী গন অধিকার পরিষদ থেকেই হবে। আবারও সহযোগিতা করল যুক্তরাষ্ট্র, রোহিঙ্গাদের জন্য ২ হাজার কোটি টাকার অজিত সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। আওয়ামী লীগের, সাবেক এমপি আউয়াল গ্রেপ্তার। পুলিশের ওপেন হাউজডে-মতবিনিময় সভা দোয়ারাবাজারে । সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামি ওসি মঈনকে ছেড়ে দেয়ায় সিলেট ক্ষোভ। ৮ দফা দাবিতে সিলেটে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান। গ্রেফতার ২ ধর্ষণ স্কুলছাত্রী অভিযোগে কমলগঞ্জে।

নওগাঁয় বিপুল পরিমান গাঁজা ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

  |  ২১:৩২, জানুয়ারি ২১, ২০২২

নওগাঁর আত্রাই ও ধামইরহাটে অভিযান চালিয়ে র‌্যাব সাড়ে কেজি গাঁজা ও ৪৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃতরা হলো নওগাঁ সদর উপজেলার শিমুলিয়া গ্রামের শাহাজান আলী প্রামানিক (৩৭), একই গ্রামের সাজেদুল ইসলাম (৩৩) ও ধামইরহাট উপজেলার ধুরইল গ্রামের মেহেদী হাসান (২০)।  গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর শুক্রবার তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, রাজশাহী র‌্যাব-৫ এর নিয়ন্ত্রণাধীন নাটোর ক্যাম্পের কোম্পানী উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম এর নেতৃত্বে বৃহস্পতিবার রাত ৯টার দিকে আত্রাই উপজেলার শাহাগোলা রেলওয়ে স্টেশন সংলগ্ন ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৪ কেজি গাঁজাসহ শাহাজান আলী ও সাজেদুল ইসলামকে হাতে নাতে গ্রেপ্তার করা হয়। র‌্যাব-৫, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলামের নেতৃত্বে জেলার ধামুইরহাট উপজেলার ইসবপুর ইউনিয়নের মানুষ সুন্দরী বাজারে অভিযান চালিয়ে ৪৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মেহেদী হাসান হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজা ও ইয়াবা ট্যাবলেট অবৈধভাবে সংগ্রহ করে জেলার বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল বলে র‌্যাবের কাছে স্বীকার করেছে।  এ ঘটনায় নওগাঁর আত্রাই ও ধামইরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।  এ ব্যাপারে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম আজাদ ও ধামইরহাট থানার অফিসার ইনচার্জ একেএম রাকিবুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়োন্ত্রণ আইনে একটি মাললা দায়ের করা হয়েছে এবং শুক্রবার তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ