Sobujbangla.com | আপাতত লকডাউনের পরিকল্পনা নেই: স্বাস্থ্যমন্ত্রী
News Head
 বলের চমক আফগানদের বড় ব্যবধানে হারিয়ে এশিয়া কাপে বাংলাদেশের দারুণ শুরু,। সিলেটে বিক্ষোভ ইসকন নিষিদ্ধের দাবিতে। ধর্ম বর্ন নির্বিশেষে এই দেশ সকলের। যেকোনো মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবো,। বাংলা দেশের আগামীর প্রধানমন্ত্রী গন অধিকার পরিষদ থেকেই হবে। আবারও সহযোগিতা করল যুক্তরাষ্ট্র, রোহিঙ্গাদের জন্য ২ হাজার কোটি টাকার অজিত সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। আওয়ামী লীগের, সাবেক এমপি আউয়াল গ্রেপ্তার। পুলিশের ওপেন হাউজডে-মতবিনিময় সভা দোয়ারাবাজারে । সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামি ওসি মঈনকে ছেড়ে দেয়ায় সিলেট ক্ষোভ। ৮ দফা দাবিতে সিলেটে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান। গ্রেফতার ২ ধর্ষণ স্কুলছাত্রী অভিযোগে কমলগঞ্জে।

আপাতত লকডাউনের পরিকল্পনা নেই: স্বাস্থ্যমন্ত্রী

  |  ১৯:৩২, জানুয়ারি ০৪, ২০২২

আপাতত লকডাউনের কোন পরিকল্পনা নেই বলে জা‌নি‌য়েছেন স্বাস্থ্য ও প‌রিবার কল্যাণমন্ত্রী জা‌হিদ মা‌লেক। দেশে করোনা সংক্রমণ যা‌তে বে‌শি ক‌রে ছ‌ড়ি‌য়ে পড়‌তে না পা‌রে, সেজন্য দোকানপাট এবং সুপার মা‌র্কেট রাত দশটার পরিবর্তে ৮টার ম‌ধ্যে বন্ধ করতেও অনু‌রোধ জা‌নি‌য়েছেন মন্ত্রী। মঙ্গলবার (৪ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে এসব কথা বলেন মন্ত্রী। মন্ত্রী ব‌লেন, গত বছ‌রের জুলাই থে‌কে ন‌ভেম্ব‌রের মাঝামা‌ঝি পর্যন্ত বিশ্বজু‌ড়ে ক‌রোনার সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেশ ক‌মে গি‌য়ে‌ছিল। হঠাৎ ক‌রে ন‌ভেম্ব‌রের শেষ দি‌কে এসে করোনার আফ্রিকান ভ্যা‌রি‌য়েন্ট ওমিক্রনে নাস্তানাবুদ বিশ্ব। ডেলটা ভ্যা‌রি‌য়েন্ট তো আছেই। এরই মধ্যে ওমিক্রন ও ডেলটার দাপটকে ‘সুনামি’ আখ্যা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশেষ করে ওমিক্রন ও ডেলটার দাপটে যুক্তরাষ্ট্র আর ইউরোপে নতুন নতুন রেকর্ড গড়ছে। পার্শ্ববর্তী দেশ ভারতও এক্ষেত্রে পিছিয়ে নেই। উল্লেখ্য, ক‌রোনার এই নতুন ভ্যা‌রি‌য়েন্ট ওমিক্রনে কারা বেশি আক্রান্ত হচ্ছেন- পুরুষ না নারী? এ প্রশ্নের উত্তরে স্বাস্থ্য অধিদপ্ত‌রের মুখপাত্র অধ্যাপক মো. রোবেদ আমিন বলেন, ওমিক্রনে পুরুষদের তুলনায় নারীরা বেশি আক্রান্ত হচ্ছেন। দক্ষিণ আফ্রিকাসহ বিশ্বের যেসব জায়গায় ওমিক্রন ছড়িয়ে পড়ছে, সেসব জায়গার চিত্র ও গবেষণায় এই তথ্য জানা গেছে বলে জানান রোবেদ আমিন।  বাংলাদেশে এখন পর্যন্ত ১০ জনের শরীরে ওমিক্রন শনাক্তের তথ্য পাওয়া গেছে উল্লেখ করে তিনি বলেন, একটা সময় আমরা বলেছিলাম পুরুষরা অনেক বেশি সংখ্যক আক্রান্ত হচ্ছেন। দক্ষিণ আফ্রিকা থেকে যে তথ্য এসেছে তাতে ওমিক্রনে পুরুষের চেয়ে নারীর আক্রান্ত হওয়ার সংখ্যা বেশি। একইসঙ্গে তরুণদের আক্রান্ত হওয়ার সংখ্যাও বেশি। এক সময় বলা হতো তরুণদের ইমিউনিটি বেশি তারা আক্রান্ত হবেন না। ওমিক্রন এসে সেই ধারণাকে ভুল প্রমাণিত করেছে। শিশুদেরও আমরা আক্রান্ত হতে দেখেছি দক্ষিণ আফ্রিকা ও ইউরোপে। রোবেদ আমিন বলেন, আমাদের যে টিকাগুলো দেওয়া হচ্ছে সেটা কোনোটাই ওমিক্রন প্রতিরোধে শতভাগ কার্যকর না। যারা আগে দুই ডোজ ভ্যাকসিন নিয়েছেন, তাদের ক্ষেত্রে ভ্যাকসিনের অ্যান্টিবডির মাত্রা ধীরে ধীরে কমে যেতে পারে। বলা হচ্ছে, যারা কোভিড-১৯ এর দুটি ভ্যাকসিন নিয়েছেন তারা যেন বুস্টার ডোজ নেন। কারণ বুস্টার ডোজ নেওয়ার পরও দেখা যাচ্ছে অ্যান্টিবডির মাত্রা অনেক বেড়ে যায় যা ওমিক্রনের বিরুদ্ধে কার্যকর হবে বলে ধারণা করা হচ্ছে। দেশে সংক্রমণ বাড়ছে উল্লেখ করে মিরপুর এম আর খান শিশু হাসপাতা‌লের প্রফেসর ফরহাদ মঞ্জুর ব‌লেন, আমাদের এখানে টেস্টের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে ধীরে ধীরে। আমাদের ক‌রোনা প‌জি‌টি‌ভের কেসও বেড়ে যাচ্ছে। গত ৭ দিনে আমাদের মৃত্যুর সংখ্যাও ধী‌রে ধী‌রে বাড়‌ছে। এ থে‌কে প‌রিত্রা‌ণের একমাত্র উপায়, স্বাস্থ্য‌বি‌ধি মানা, ভিড় এ‌ড়ি‌য়ে চলা এবং বাসার বাই‌রে বের হ‌লে সর্বক্ষণ মাস্ক প‌রে চলা।  ওমিক্রন ভ্যা‌রি‌য়েন্ট প্রস‌ঙ্গে মে‌ডি‌সি‌নের অধ্যাপক মনজুর রহমান গা‌লিব ব‌লেন, ওমিক্রন ভ্যা‌রি‌য়েন্ট ডেলটার ম‌তো ক্ষ‌তিকারক নয়। এতে আক্রান্তদের স্বাদ এবং গন্ধের অনুভূতির কোনো বদল হয় না। সর্দিতে নাক ভিজে গে‌লে ওমিক্রন সংক্রমণেও তেমন ভয় নেই। তবে শুকনো কাশি এবং স্বরভঙ্গ হলে অবশ্যই কোভিড পরীক্ষা করাতে হবে। কোভিড রিপোর্ট পজিটিভ হলেও আত‌ঙ্কিত না হওয়ার পরামর্শ দেন এই বি‌শেষজ্ঞ চি‌কিৎসক। 

এ বিভাগের অন্যান্য সংবাদ