Sobujbangla.com | জেলা ও মহানগর ছাত্রলীগের কমিটি নিয়ে তুলকালাম
News Head
 বলের চমক আফগানদের বড় ব্যবধানে হারিয়ে এশিয়া কাপে বাংলাদেশের দারুণ শুরু,। সিলেটে বিক্ষোভ ইসকন নিষিদ্ধের দাবিতে। ধর্ম বর্ন নির্বিশেষে এই দেশ সকলের। যেকোনো মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবো,। বাংলা দেশের আগামীর প্রধানমন্ত্রী গন অধিকার পরিষদ থেকেই হবে। আবারও সহযোগিতা করল যুক্তরাষ্ট্র, রোহিঙ্গাদের জন্য ২ হাজার কোটি টাকার অজিত সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। আওয়ামী লীগের, সাবেক এমপি আউয়াল গ্রেপ্তার। পুলিশের ওপেন হাউজডে-মতবিনিময় সভা দোয়ারাবাজারে । সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামি ওসি মঈনকে ছেড়ে দেয়ায় সিলেট ক্ষোভ। ৮ দফা দাবিতে সিলেটে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান। গ্রেফতার ২ ধর্ষণ স্কুলছাত্রী অভিযোগে কমলগঞ্জে।

জেলা ও মহানগর ছাত্রলীগের কমিটি নিয়ে তুলকালাম

  |  ১৯:২৬, জানুয়ারি ০৪, ২০২২

টাকার বিনিময়ে সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের কমিটি দেওয়ার অভিযোগ তুলে তা বাতিলের দাবি জানিয়েছেন পদবঞ্চিত নেতাকর্মীরা। এনিয়ে সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এই দাবি জানান তারা। পাশাপাশি কমিটি বাতিল না হওয়া পর্যন্ত লাগাতার অবস্থান ধর্মঘট এবং বিক্ষোভ মিছিলের ঘোষণা দেন তাঁরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও ছাত্রলীগের তেলিহাওর গ্রুপের নেতা শাহরিয়ার আলম সামাদ। এ সময় উপস্থিত ছিলেন সিলেটের বিভিন্ন স্তরের ছাত্রলীগ নেতাকর্মীরা। সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় কমিটির বিরুদ্ধে আর্থিক লেনদেনের অভিযোগ তুলে সামাদ বলেন, আসলে যারা ত্যাগী এবং যারা সভাপতি ও সাধারণ সম্পাদক হওয়ার দৌড়ে ছিলেন এবং সর্বজন গ্রহণযোগ্য ছিলেন, তাদের কাছে কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের পক্ষ থেকে টাকার অফার দেওয়া হয়েছিলো। টাকা দেওয়ার মতো অবস্থা নেই বলে এসব প্রার্থী তা প্রত্যাখ্যান করেন। আমাদের ধারণা, এর চেয়ে বেশি টাকা দিয়ে কমিটি গঠন করা হয়েছে। তবে শেষ পর্যন্ত অভিবাবক সংগঠন আওয়ামীলীগের সিনিয়র নেতাকর্মীরা অভিমান ভুলে ছাত্রলীগ নেতাদের বুুকে টেনে নিয়েছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ