Sobujbangla.com | কারাগারে লেখক মুশতাকের মৃত্যুতে ক্ষোভ।
News Head

কারাগারে লেখক মুশতাকের মৃত্যুতে ক্ষোভ।

  |  ১৯:২০, ফেব্রুয়ারি ২৬, ২০২১

কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনায় ক্ষোভ বাড়ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় দিনভর বিক্ষোভ করে নানা সংগঠন। এদিকে, ময়নাতদন্তের পর লেখক মুশতাক আহমেদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। রাতেই তাঁর দাফন হবে বলে জানিয়েছেন তার পরিবারের দসদ্যরা। মুশতাক আহমেদের মৃত্যু যেভাবেই হয়ে থাকুক, তদন্ত করা হবে বলে জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী।
ময়নাতদন্তের পর লেখক মুশতাক আহমেদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক জানান, গতরাতে কাশিমপুর কারাগার থেকে মুশতাককে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। পরে করা হয় ময়নাতদন্ত। এতে তার শরীরে আঘাতের কোনো চিহ্ন মেলেনি।
এদিকে, কারাগারে মৃত্যুর প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল-সমাবেশ করেছে প্রগতিশীল শিক্ষার্থীরা। গত বছরের মে মাসে রমনা থানায় মুশতাক আহমেদ ও কার্টুনিস্ট কিশোরসহ ১১ জনের বিরুদ্ধে তিনটি মামলা করে র‍্যাব।
এরপর ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার হয়ে কাশিমপুর কারাগারে ছিলেন লেখক মুশতাক আহমেদ।

এ বিভাগের অন্যান্য সংবাদ