Sobujbangla.com | এটিএম শামসুজ্জামানের জানাজায় শোকার্ত মানুষের ঢল।
News Head

এটিএম শামসুজ্জামানের জানাজায় শোকার্ত মানুষের ঢল।

  |  ১৫:৪৩, ফেব্রুয়ারি ২০, ২০২১

জীবনের রঙ্গমঞ্চ থেকে এবার বিদায় নিলেন বরেণ্য অভিনেতা এ টি এম শামসুজ্জামান। নিজ বাসায় রাতের ঘুম থেকে আর জেগে ওঠেননি ভোরে। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। শনিবার (২০ ফেব্রুয়ারি) বাদ জোহর নারিন্দার পীর সাহেব বাড়ি মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। নারিন্দার পীর সাহেব জানাজার ইমাম হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বেশ কিছুদিন ধরে ভুগছিলেন শ্বাসকষ্টসহ বার্ধক্যজনিত নানা অসুখে। বুধবার শ্বাসকষ্টজনিত সমস্যা রাজধানীর একটি হাসপাতালে ভর্তি ছিলেন বরেণ্য অভিনেতা এটিএম শামসুজ্জামান। পরিস্থিতর কিছুটা উন্নতি হলে দুদিন পরই বাসায় আনা হয় তাকে। কিন্তু, অসুস্থ হয়ে পড়েন ফের। অবশেষে, শনিবার ভোরে সূত্রাপুরে নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পাঁচ শতাধিক চলচ্চিত্রে অভিনয় করা এই শক্তিমান অভিনয় শিল্পী।
এটিএম শামসুজ্জাজামান মৃত্যুর খবরে সকাল থেকেই বাসার সামনে ভিড় করেন তার আত্মীয়, ভক্ত ও এলাকাবাসীরা। বাদ জোহর নারিন্দায় তার প্রথম জানাজা।
এটিএম শামসুজ্জাজামানের মৃত্যুর খবরে চলচ্চিত্র অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। সংস্কৃতিকর্মীরা বলছেন, তার মতো অভিনেতা আর মিলবে না।

এ বিভাগের অন্যান্য সংবাদ