Sobujbangla.com | খলিলপুরে পুলিশের অভিযানে ৬ জুয়াড়ি গ্রেফতার।
News Head
 ফ্যাসিবাদী সরকার শক্তি পুরো জাতির ওপর চেপে বসে আছে: মির্জা ফখরুল। চিপস দিয়ে অপহরণ করে, পাঁচ বছরের বোনের তথ্যে মিলল বিক্রি হওয়া ছোট ভাই। ইন্টার্ন চিকিৎসকদের, আশ্বাসে আন্দোলন বন্ধ, স্বাস্থ্যমন্ত্রীর। যত জঙ্গি গ্রেপ্তার করেছি, তার মধ্যে একজনও মাদরাসার ছাত্র নন, স্বরাষ্ট্রমন্ত্রী বলেন। সিলেট নগরীতে অবশেষে সচল হলো ‘অচল’ ১১০ সিসি ক্যামেরা,। সর্বজনীন পেনশন স্কীম কার্যক্রমের উদ্বোধন, সিলেটে। সার্বজনীন পেনশন স্কিম সেবা কার্যক্রম অবহিতকরণ সভা। তদন্ত কমিটি অবন্তিকার মায়ের সঙ্গে কথা বলেছে,। রমজান মাসে ভাজা-পোড়া বেশী খাওয়ার,কারনে হাসপাতাল গুলোতে বাড়ছে ডায়রিয়া রোগীর সংখ্যা,। কলেজের পুকুরে ডুবে এক কলেজশিক্ষার্থীর মৃত্যু হয়েছে,।

খলিলপুরে পুলিশের অভিযানে ৬ জুয়াড়ি গ্রেফতার।

  |  ১৮:৪০, জানুয়ারি ২২, ২০২১

মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়াছিনুল হক এর নির্দেশনা অনুযায়ী সদর উপজেলাধীন খলিলপুর ইউপির পূর্ব খলিলপুর থেকে ৬ জুয়াড়ি গ্রেফতার করেছে শেরপুর ফাঁড়ি পুলিশ। শুক্রবার (২২ জানুয়ারি) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা এঁদের গ্রেফতার করে পুলিশ।
জানা যায়- অনেকদিন যাবত খলিলপুর এলাকায় একটি বড় জুয়াড়ি চক্র গড়ে উঠেছে। এবং বিভিন্ন সময়ে বিভিন্ন জাগায় এদের মাধ্যমে জুয়া খেলা পরিচালিত হয়ে আসছে। এমন সংবাদের ভিত্তিতে শেরপুর ফাঁড়ি পুলিশের ইনচার্জ ইফতেখার ইসলাম ও এএসআই মোশাহিদ কামাল, ইসমাইল হোসেন সহ পুলিশের একটিদল খলিলপুর এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযানে সদর উপজেলার খলিলপুর ইউপির অন্তর্ভুক্ত পূর্ব খলিলপুর গ্রামের দেলোয়ার মিয়ার ছেলে আশরাফুল ইসলাম (২২), মৃত. ইলিয়াস মিয়ার ছেলে মো. নূর আহমদ (২৩), আব্দুল মতিন এর ছেলে জাবেদ মিয়া (২৫), ফরাগত মিয়ার ছেলে মো. সাহিদ মিয়া (২৫), আনছার মিয়ার ছেলে ফরিদ মিয়া (২৫), চানফর মিয়ার ছেলে নুরুল আমিন ওরফে হুমায়ুন (২৫) কে-গ্রেফতার করা হয়।
এসময় জুয়া খেলার আসর থেকে নগদ ৫ হাজার ১০ টাকা ও খেলায় ব্যবহৃত তাস জব্দ করে পুলিশ।
৬ জুয়াড়ি গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে শেরপুর ফাঁড়ি পুলিশের ইনচার্জ ইফতেখার ইসলাম বলেন- গ্রেফতারকৃতরা আন্তঃজুয়াড়ি চক্রের সদস্য। তাদের নেটওয়ার্ক অনেক বড়। তারা নানা সময়ে বিভিন্ন স্পটে জুয়ার আসর বসায় এবং খেলে থাকে। চক্রটিকে ধরার জন্য কয়েকদিন ধরে চেষ্টা করে আসছিলাম। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে জুয়া আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ